আমাদের কথা খুঁজে নিন

   

আশার কথা, ধানের কুঁড়া থেকে হবে ভোজ্য তেল।

ভালো মানুষ হতে চাই

কেবিসি এগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড কোম্পানী দেশে প্রথমবারের মত চালের কুঁড়া থেকে স্বাস্থ্যকর ভোজ্যতেল উৎপাদনের লক্ষ্যে এক্সট্রাকশান প্লান্ট বসিয়েছে ঢাকা জেলার ধামরাইয়ের বাথুলীতে। আমি প্রথমেই এ কোম্পানীটিকে স্বশ্রদ্ধ ধন্যবাদ জানাই। চালের কুঁড়ার সাহায্যে এ প্লান্টে শুধু ভোজ্যতেলই নয়, পশুখাদ্যও উৎপাদিত হবে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এ প্লান্ট থেকে ভোজ্যতেল ও পশুখাদ্য উৎপাদিত হয়ে বাজারজাত করা যাবে। এ প্লান্ট দৈনিক ৫০০ মেট্রিকটন চালের কুঁড়া থেকে ১০০ মেট্রিকটন অপরিশোধিত তেল (যা পরে রিফাইন করে ভোজ্যতেল করা হবে) এবং ৪০০ মেট্রিকটন ডিওয়েল্ড রাইস ব্র্যান্ড উৎপাদন করা সম্ভব হবে। বিস্তারিত জানতে Click This Link দেশের মিডিয়াগুলো আজ চোখ রাখলেই দেখা যায় খুন, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট, পানি সংকট এতসব সংকটের মাঝে আজ একটি সংকট মোচনের খরব আমাকে বেশ উৎফুল্ল করে। জানি না আপনাদের কেমন লাগবে। তবুও শেয়ার করলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।