আমাদের কথা খুঁজে নিন

   

ইডেন প্রজেক্ট।।।

মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও। । । " বেশ কিছুদিন আগে গিয়েছিলাম ইডেন প্রজেক্টে। এটা ইউকে'র কর্নওয়েল এ অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় গ্রীন হাইজ।

আসলেই সুন্দর এবং বেশ কমপ্লেক্স একটি স্থাপনা। যারা এখানে আছেন বলবো যদি সম্ভব হয় দেখে আসতে, ভাল লাগবে। লন্ডন থেকে ড্রাইভ করলে ৪/৫ ঘন্টার মতো লাগে। বেশী কথা না বলে ছবি দিই আপনাদের জন্য। ছবিই কথা বলুক।

। । । । ।

- বাবল গুলোর ভেতরে। - কোন এক আর্টিস্ট এর কাঠের টুকরা-টাকরা দিয়ে বানানো ঘোড়া, প্রজেক্টে প্রবেশ পথের সাথেই। - একটি বাবল। - প্রজেক্টের সামনে কেউ একজন (নিজের কথা বলতে লইজ্জ্যা লাগছে!!!) - সবগুলো (প্রায়) বাবল একসাথে। - আবারো!!!! - বাবল এর ভিতরে একটি ঝর্না।

- আরো একবার!!!! - ঝর্নাটার মুখের কাছে লোকজন পয়সা ফেলে (চাটগাইয়াদের পয়সা ফেলতে বলার ব্যাপারটা এখানে মনে করার কোন কারন নাই!!!) মনের আশা পুরনের আশায়। । । - ভিতরের ছবি। - নির্মান চলাকালে তোলা একটি ছবি (আমার তোলা নয়)।

- নির্মান চলাকালে তোলা আরো একটি ছবি (আমার তোলা নয়)। - নির্মান চলাকালে তোলা একটি আরো ছবি (আমার তোলা নয়)। - এবার যায়গাটার লোকেশান ম্যাপ দিলাম (অবশ্যই গু....মামা থেকে নেয়া)। কাছের বিচেও গিয়েছিলাম, ছোট্ট অসম্ভব সুন্দর একটি বিচ। যেতে ভুলবেননা।

- আবারো ম্যাপ। ---------------বোনাস-------- এবার দুটা বোনাস ছবি। গত শীতে আমাদের বাপ-বেটি'র বানানো দুটা স্নো-ম্যান। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.