ফুলের সৌরভে সুরভিত কলমের কণ্ঠস্বর
ইডেন কলেজ ছাত্রলীগের চার নেত্রীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন কলেজ শাখার সহসভাপতি চম্পা খাতুন, সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা ও তানিয়া সুলতানা এবং সহসম্পাদক কানিজ ফাতেমা।
ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, শৃঙ্খলা ভঙ্গের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইডেন কলেজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কলেজ কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বহিষ্কৃত চারজনই গতকাল শুক্রবার কলেজ ছাত্রলীগের সভাপতি জেসমিন শারমিন ও সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিনের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন।
বহিষ্কৃৃত চার নেত্রী প্রথম আলোকে বলেন, কলেজ শাখার দুই শীর্ষ নেত্রী হলের ছাত্রীদের ওপর নিপীড়ন চালাচ্ছেন, তাঁরা এর প্রতিবাদ করায় উল্টো তাঁদেরই বহিষ্কার করা হলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।