ভুমিকা ছাড়াই তোমাকে একটা প্রশ্ন করলাম আসলে কি সুখে আছো ? অনেকটা পথ পারিদিয়ে এখন আপন নীড়ে মনের অজান্তেই তোমাকে মনে পড়ে গেল কেমন ছিলে এতোটা সময় আমাকে ছাড়া একা একা। অজানা থেকে জানার অদম্য কৌতুহল তোমার প্রতি আজকের দিনটার কথা তোমার মনে পড়ে সেই ২০০১ সাল হয়তো মনে নাই মনে না থাকারি কথা মাঝখানে হারিয়ে গেছে দশটি বছর আন্ন্দ বেদনা হাশি কান্না সব কিছুর বিনিময়ে আজ এই দিনটার কথা আমার কেন যেন মনে পড়ল। তোমাকে অনেক চেষ্টা করের ভুলতে পারিনাই এটা আমার ব্যর্থতা বলতে পার কারন তোমার মতো এতোটা স্বার্থপর আমি হতে পারিনাই তাই।
তোমার অবস্থান আমি আমার অনুভূতির মাঝে বুঝতে পারি তোমার অনার্স শেষ মাষ্টারও কি ঢাকা থেকেই করবে আমার ধারনা তোমার রেজাল্ট ভালই হয়েছে। তোমার সম্পর্কে আমাকে যে তোমার সমন্ত খবন দিন সে আজ দেশের বাহিরে সে তোমারি আপন জন ।
আসলে জীবনে চলার জন্য মনুষ কখন যে কি করে বসে তাহা যদি মানুষ বুঝতে পারতো তাহলে কুড়িতেই নিশপাপ আত্মাগুলো ঝড়ে পরতো না । তোমাকে ছাড়া আমার এই দশটা বছর কেমন করে কেটেছে একবারও কি তুমি ভেবেছো কি হতো আমাকে যদি তুমি ফিরিয়ে না দিতে । কি পেয়েছো তুমি যাহা আমি তোমাকে দিতে পারতামনা তোমার সম্পর্কে যাহা জানতে পারলাম তুমিও সুখে নাই জানিনা কতোটা সত্য সেই সত্যটা দেখোর জন্য আমি আসিতেছি তোমার আঙ্গিনাই যে খানে এক সাথে কাটিয়েছি কৈশর শৈশব যৌবন।
তোমার কুখের দিন গুলো দেখার জন্য আমি আজও অপেক্ষায় থাকি তুমি সুখে থাকবে আর আমি সেই সুখ দূর থেকে উপলব্ধি করব।
তোমার বাড়ী যাবার পথে নদীর উপরের ব্রীজটার কাজ কি এখন সম্পূর্ন হয়েছে কিছুদিন আগেও গিয়েছিলাম কিন্তু জানতে পারলাম তুমি ঢাকাতেই ।
বোনের বাসাই আজিমপুরেই থাক ভাল থাক এই কামনাই করি সারাটি জীবন ।
শিরোনামে ইডেন বালিকা লিখলাম এই কারনে যে তুমিতো ইডেনেই লেখা পড়া করেছো তাই না।
সত্য সবসময় অপ্রিয় লাগে ?..................................২০১১ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।