আমাদের কথা খুঁজে নিন

   

টেকি ভাইয়ারা বাসভাড়া বাঁচাতে, মন্ত্র !!!

আমরা সব কিছু বুঝি ঠিকই, কিন্তু করতে পারি না! বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দিনদিন যা অবনতি হচ্ছে তা বলে, লিখে শেষ করা সম্ভব নয় । প্রতিনিয়ত যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম আকাশ ছোঁয়া, দেশের জনসাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের আওতার বাইরে চলে যাচ্ছে । কিভাবে যে মানুষগুলো আগামী দিনগুলো অতিবাহিত করবে তা ভাবতেই হিমশিম খেতে হচ্ছে বারবার । কিন্তু সরকারের দেশের মানুষদের নিয়ে একটুও মাথা ব্যাথা নেই । দ্রব্যমুল্যর পাশাপাশি জ্বালানী তেলের দামও বেড়েছে, তেলের দাম বেড়েছে এই অজুহাত দেখিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে যানবাহনের ভাড়া দিগুণের চেয়ে তিনগুণ ।

সরকার যান পরিবহন মালিক সমিতির চেয়ারম্যান, সভাপতিদের কে নিয়ে অনেক বৈঠক-সভা করেছে কিন্তু সাধারণ মানুষদের ক্ষতি ছাড়া কোন লাভ হলোনা, লাভ যা হলো তা পুরোপুরি পরিবহন মালিকদের হলো, সরকার এমন এক আজব আইন করে দিলো যা সাধারণ মানুষদের বিষফোঁড়ার মত রূপধারণ করল । সর্বনিম্ন বাসভাড়া ৫ টাকা, বর্তমানে নগরে যেসব বাস চলাচল করছে তাদেরতো পোয়াবারো, কোন যাত্রী যদি বাসে ঊঠে এক কিলোমিটার পথও পাড়ি দেননি, ২ টাকা ভাড়া দিতে গেলে শুনতে হচ্ছে কন্ট্রাক্টরদের মুখের অসভ্য ভাষার ঝাড়ি, কোন যাত্রী যদি প্রতিবাদ করতে যায় তাহলে সে যাত্রীর আর রেহাই নাই, ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার তিনজন মিলে অকথ্য ভাষায় শুরু করে দেয় গালাগাল, পরে যাত্রী নিরুপায় হয়ে ৫ টাকা দিয়ে বাস থেকে নেমে পড়ে । আমিও একজন ভুক্তভোগী যাত্রী, কোনভাবেই এদের সাথে পেরে উঠে পারছিনা, কিছুদিন নিজেকে ছাত্র পরিচয় দিয়ে বাসভাড়া হাফ করে দিয়েছি, কিন্তু সব বাসে হাফ হয়না । প্রতিদিনই ভাবি কিভাবে বাসভাড়া ফ্রি করা যায় ? হঠাত একদিন মাথায় বুদ্ধি এলো, এখন বুদ্ধিটি কাজে লাগাতে পারলেই সাকসেস । দিন যায়, রাত আসে, মাগার মাথার মধ্যে মন্ত্রটি ঘোরপাক খাচ্ছে, কাজে লাগাতে পারছিনা, কারণ মনের মাঝে ভয় কাজ করছে যদি ধরা পড়ে যাই ? তাহলে কি হবে ? সাত-পাঁচ ভাবতে ভাবতে কেটে গেল আরও কিছু দিন ।

একদিন সকালবেলা পুরোপুরি ডিটারমাইন্ড যা হওয়ার হবে দেখা যাবে, মাথার মধ্যে যে মন্ত্র ঘোরপাক খাচ্ছে তা আজ ফুঁকতে হবে, গুলিস্থান থেকে মিরপুরের সিটিং বাসে (চিটিং বাস) উঠে পড়লাম, খালি একটি সিটে গিয়ে বসে পড়লাম, বাস চলা শুরু হলো, কন্ট্রাক্টর যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছেন, আমার দিকে হাত বাড়িয়ে ভাড়া চাইলেন, আমি কন্ট্রাক্টরের ঘাড় ধরে কানটাকে মুখের কাছে নিয়ে এসে মন্ত্রটি বললাম গোয়েন্দা !! কন্ট্রাক্টর হকচকিয়ে আমাকে পর্যবেক্ষণ করলেন, কোন কিছু না বলে পাশের সিটে বসা যাত্রীর কাছ থেকে ভাড়া চাইলেন । বিশ্বাস করেন টেকি ভাইয়ারা আমার যে তখন কি ভয় লাগছিলো তা বলে লিখে বোঝাতে পারবনা । সেই ভয় কে জয় করে এখন আমি প্রতিদিন বাসে ফ্রি আসা-যাওয়া করি । এই মন্ত্র আমার ঘনিষ্ঠ বন্ধুদের জানালাম, তারাও মন্ত্রটি বলে প্রতিদিন বাসে ফ্রি আসা-যাওয়া করছে । বীর সেনানী ভায়ের মাধ্যমে সামওয়্যারিং ব্লগে লেখাটি প্রকাশ করে দিলাম আপনাদের উপকারের জন্য ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.