আমাদের কথা খুঁজে নিন

   

কেমন হবে জান্নাতের দৃশ্য! (শায়খ আব্দুল কায়ূম)

আলোকিত জীবন বাংলা ভাষায় ইসলাম প্রচারের ক্ষুদ্র প্রচেষ্টা বিষয়ভিত্তিক আলোচনা আলোচক: শায়খ আব্দুল কাইয়ূম স্থান: ইস্ট লন্ডন মসজিদ, ইংল্যান্ড ইসলাম অনুসারে , বিশ্বাসী রা মৃত্যুর পর সর্বময় স্রস্টা আল্লাহ –র তরফ থেকে পাবেন পুরস্কার । আর এই পুরস্কার হল জান্নাত । ইসলামের পঞ্চ স্তম্ভ দ্বারা যার সারাটা জীবন পরিচালিত হবে ,আল্লাহ-র বিচারের পর নিশ্চিত ভাবেই তার জন্য অপেক্ষা করে আছে আল্লাহ-র সর্বশ্রেষ্ঠ পুরস্কার জান্নাত । জান্নাতের মহল গুলি হবে জাঁকজমক পূর্ণ ও শান্তি পূর্ণ । সেখানে জান্নাতি রা চিরকাল থাকবে ।

জান্নাতের আবহাওয়া হবে নাতিশীতোষ্ণ (সুরা দাহর) । এছাড়াও কোরআনে বলা হয়েছে , যে জান্নাত হবে সুঘ্রাণে পরিপূর্ণ । সেখানে সদা সর্বদা ফুটে থাকা অসংখ্য ফুল ও ফলের সুগন্ধ এবং হুরীদের শরীর থেকে বের হওয়া মৃগনাভির সুগন্ধ মিলে এক অপূর্ব সুগন্ধে জান্নাত সর্বদায় পরিপূর্ণ থাকবে । জান্নাতে থাকবে অসংখ্য সুসজ্জিত গাছপালা । এবং সেই গাছ গুলিতে সর্বদায় ফুল ও ফল ধরে থাকবে ।

সুরা ওয়াকিয়া–তে বলা হয়েছে , “ তারা অবস্থান করবে এমন এক জান্নাতে যেখানে থাকবে কাঁটাবিহীন কুলগাছ , কান্দি ভরা কলাগাছ, সম্প্রসারিত বিরাট ছায়া , সদা প্রবহমান জল ও প্রচুর ফলমূল , যা কখনো শেষ হবে না । সেখানে বিশুদ্ধ দুধ , পানি , মধু ও সুরার প্রবাহ (ঝরনা/নদী) থাকবে । কোনও কোনও ব্যাখ্যা অনুসারে ,জান্নাতে অসংখ্য ঝরনা থাকলেও তাদের মধ্যে চারটি প্রধান । যেমন , সুরা দাহার এ বলা হয়েছে ‘সালসাবিল” নামে একটি প্রবাহের কথা । সালসাবিল হল এমন এক প্রবাহ বা ঝরনা , যা জান্নাতি রা যত্র তত্র নিজ ইচ্ছায় প্রবাহিত করতে পারবে ।

সম্মানিত পাঠক, জান্নাতের এসব অসংখ্য নাজ নেয়ামত বলে ও লিখে কখনও শেষ করা যাবে না। আসুন আমরা শায়খ আব্দুল কায়ূমের কাছ থেকে মাত্র ২.৩০ মিনিটের একটি ছোট আলোচনা থেকে জেনে নেই কেমন হবে জান্নাতের দৃশ্য! http://alokitojibon.com/?p=1550  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.