আমাদের কথা খুঁজে নিন

   

জীবন , হতাশা ,প্রেম কিংবা ব্যার্থতার গল্প

আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি মাথার উপর ফ্যান ঘুরছে ,তাকিয়ে আছি ফ্যানের দিকে ,বুঝতে চেষ্টা করছি তিনটি পাখার অবস্থান । আমার কাজ নেই তাই এখন পাখা গুনি । জীবন আমার সাথে প্রতারনা করছে বার বার । এখন আমার প্রতারিত হওয়ার কিছু নেই ,তাই জীবন আমাকে প্রতারিত করার কিছু না পেয়ে হতাশা দিয়ে জীবনকে পুর্ন করে গেছে । আমি এখন পুরোপুরি হতাশ যেখান থেকে আসলে আশার কোন আলোই দেখা যায় না ।

তাই পাখার দিকে তাকিয়ে আছি ,কোথা থেকে যেন ভেসে আসছে একটা গান তুমি কি সারা দিবে আবারো কি সারা দিবে । হ্যা আমিতো সারা দিতেই চাই ,হতাশা কাটাতে চাই ,বেচে থাকতে চাই ঐ হাস্যউজ্জল শিশুটির মতো । হেরে যেতে চাই আনন্দ আর সফলতার কাছে । ব্যার্থতার কাছে নই । মাঝে কিছুদিন এক মেয়ের সাথে কথা হতো তার সাথে সম্পর্কের আর কোন কারন ছিল না একটু খানি আনন্দময় সময় কাটানো কিন্তু সেও চলে গেলো আর বলে গেল ব্যার্থরা হয় একঘেয়েমি আর বিরক্তিকর তাদের কাছে কেউ থাকেনা ।

আসলেই কেউ আমার সাথে নেই সবাই আমাকে ছেড়ে চলে যায় কিন্তু কেন চলে যায় ! অন্তু শুয়ে শুয়ে ভাবছে । সে ভাবুক ভাবতেই থাকুক গুনতে থাকুক পাখা আমাদের কি ? বরং আমরা একটু অন্য জায়গা থেকে ঘুরে আছি । কোন এক সকালে মেয়েটি দেখেছিল ছেলেটিকে তার পর প্রতিদিনই ছেলেটিকে তার বাড়ির সামনে দিয়ে যেতে দেখে তাকে এতো ভালো লেগেছিল যে সে ছেলেটি কি ভাববে না বুঝেই তাকে বলে ফেলে তাকে তার ভালো লাগার কথা । এই মেয়েটিও ছিল জীবন নিয়ে হতাশায় নিমজ্জিত এক ব্রোকেন ফ্যামেলির মেয়ে । সেও তার জীবনকে আনন্দময় করতে ছেলেটিকে বেছে নিয়েছিল ।

তাদের নিয়মিত কথা চলতো ,ভালো লাগা ,ভালোবাসা ,কষ্ট ,আবেগের কথা সব । একদিন ছেলেটিও তার জীবন থেকে হারিয়ে যায় । তারপর মেয়েটি এতো হতাশা আর দুঃখ পেয়েছিল যে সে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলে । এক বিকেলে সে অত্মহত্যা করে ফেলে । এখন কোনটি ভালো সিদ্ধান্ত ছেলেটির হতাশার ভিতর থেকে দুর্বিষহ জীবন নাকি মেয়েটির হতাশা আর দুঃখ বয়ে বেড়ানোর চেয়ে আত্মহত্যার সাহসী সিদ্ধান্ত তা ঘুমন্ত আমি বুঝতে পারে নি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.