জাফর স্যার শেয়ার মার্কেট নিয়ে যা বলেছেন একদম ঠিক বলেছেন
উনি বলেছেন ঃ
"আমি আগেই বলে রাখি স্টক (শেয়ার) মার্কেট কীভাবে কাজ করে আমি সেটা জানি না। চেষ্টা করলে বিষয়টা যে বুঝতে পারব না তা নয়, কিন্তু আমার বোঝার কোন আগ্রহ নেই। বেঁচে থাকতে হলে মানুষকে টাকা পয়সা রোজগার করে সংসার চালাতে হয় এবং সেজন্যে পরিশ্রম করতে হয়। কোনো পরিশ্রম না করে শুধু মাত্র টাকা পয়সা নাড়াচাড়া করে কেউ যদি টাকা উপার্জন করে তখন আমার কাছে মনে হয় এর মাঝে কিছু একটা গোলমাল আছে। যেহেতু সারা পৃথিবীই এই গোলমালকে মেনে নিয়ে চলছে কাজেই আমি স্বীকার করে নিচ্ছি সমস্যাটা পৃথিবীর নয়, সমস্যাটা আমার।
"
আমার বক্তব্যঃ
আমি নিজে ফিন্যান্সের ছাত্র । জাফর ইকবাল যেটা বলেছেন সেটা একদম ঠিক। উনার কথা থেকে একদম পরিষ্কার বোঝা যায় যে উনি স্টক এর সেকেন্ডারি মার্কেট নিয়ে কথা বলেছেন, প্রাইমারি মার্কেট নয়। সেকেন্ডারি মার্কেটের অনেক রকম সমস্যা আর যেটা এক ধরনের জুয়া খেলার মতই। এ ধরনের মার্কেটে নীতিগতভাবেই কারো সাপোর্ট করা উচিত না।
তবে প্রাইমারি মার্কেট নিয়ে সেরকম জুয়া খেলার মত কোন সমস্যা নেই।
শেয়ারের সেকেন্ডারি মার্কেটে আর কিছুই হচ্ছে না, শুধু একজনের পকেটের টাকা আরেকজনের পকেটে যাচ্ছে, অর্থনীতির লিকুইডিটি বা তারল্য সুবিধা ছাড়া আর কোন লাভ হচ্ছে না। সারা বিশ্বেই শেয়ারের সেকেন্ডারি মার্কেটে ৯০% মানুষ ধরা খায় আর তাদের পকেটের টাকা যায় বাকি ১০% সফল মানুষের পকেটে। সেকেন্ডারি মার্কেটে যারা সফল হয় তারা সবাই এক্সপার্ট মানুষ। আর বাকি ৯০% যারা সবসময় হারে, তারা সবসময়ই সাধারণ মানুষ।
সুতরাং সাধারণ মানুষের উচিত এধরনের মার্কেট থেকে দুরে থাকা।
ভাই, সময় থাকতে যত তাড়াতাড়ি পারেন এ মার্কেট থেকে বের হয়ে আসেন। এটা আমার অনুরোধ। নিজের জীবন নিয়ে আর জুয়া খেলবেন না। যা লস হয়েছে হয়েছে, প্লিজ, আর দরকার নাই।
আপডেটঃ জুন ৬, ২০১২ রাত ১২ টা ২ মিনিট
আপনাদের সব প্রশ্নের জবাব আমি দেব। আগামী দুইটা দিন দেশের বাড়িতে জরুরি কাজে যাচ্ছি। প্রশ্ন রেখে যান, আমি এসেই জবাব দিয়ে দিবো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।