দৃশ্য ১ঃ
উস্তাদঃ দ্যাখতো, জাফর ইকবাল আজ প্যাপারে কি ল্যাখছে?
সাগরীদঃ উস্তাদ, বিশাল একটা রচনা ল্যাখছে।
উস্তাদঃ আরে রচনা তো ল্যাখবোই, দ্যাখ আমার গায়ে লাগে এমন কিছু আছে কিনা।
সাগরীদঃ হ উস্তাদ, রাজাকার, আলবদর নিয়া ল্যাখছে। তাইলে তো আফনার গায়ে লাগেই।
উস্তাদঃ কী কইলি, শালা নাস্তিকের বাচ্চা, নামায পরে না কিছু না।
ওর বাড়ীর টয়লেটে ক্যামেরা সেট কর, একটা স্ক্যানডাল ছাইরা দিমু।
সাগরীদঃ না উস্তাদ নামায পরা নিয়া কিছু বলে নাই, ৭১ এ মা বোনদের উপর....
উস্তাদঃ আরে রাখ ব্যাটা, ইয়ং কালে ওইসব একটু আকটু সবাই করে। দাড়া, আগে ক্ষমতায় আসি, ওই ব্যাটার বউ মাইয়া তুইলা নিয়া আসুম।
দৃশ্য ২ঃ
উস্তাদঃ দ্যাখতো, আইজ কি ল্যাখছে, হালায়।
সাগরীদঃ উস্তাদ, আইজ আমিলীগ নিয়া ল্যাখছে।
উস্তাদঃ কস কি? শালার কোন দলপ্রেম নাই। শালা আমাগো মত হয়নাই, শালা কাফের। যত যাই হোক নিজের দলের কেউ খারাপ করে?
সাগরীদঃ কি কন উস্তাদ, একজন নিরীহ মানুষ মারল আর সে কিছু কইবো না, স্বরাষ্ট্র মন্ত্রীর মত?
উস্তাদঃ হ কইছে কউক গা। চোরের মার বড় গলা। নিজের পোলাপাইন দিয়া মাইরা আবার রাজনীতি করে।
সাগরীদঃ না উস্তাদ, লোকটা কোনদিন কোন খারাপের পক্ষে কয়না, সে যেই দলই হোক।
উস্তাদঃ হইছে, চুপ থাক। যত ভালোই হোক কোন কথা কওনের দরকার নাই। শালা, মেজাজটাই খারাপ হইয়া গেল। মোবাইলে একটা গান ছার।
সাগরীদঃ কোন গান ছারুম উস্তাদ?
উস্তাতঃ আরে ছার একটা, ওই যে চিকনি চামেলী ওইডা দে..... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।