আমাদের কথা খুঁজে নিন

   

অ্যালগরিদম বাংলা ছায়াছবির..

কিছুই বলার নাই । ছায়াছবি [ নায়ক, নায়িকা, ভিলেন, সাইড নায়ক, সাইড নায়িকা,অন্যান্য] ধাপ ১ : সেট নায়ক নায়িকার বয়স < ১০ বছর। ধাপ ২ : সেট নায়ক । । নায়িকার সুখি পরিবার।

,যার পরিবার সুখি তারা দুই ভাই অথবা বোন নায়ক অথবা নায়িকা। ধাপ ৩ : সুখি পরিবারের সম্মিলিত সঙ্গীত। ধাপ ৪ : সঙ্গীত শেষে হারিয়ে যাবে একজন && সেই হবে মেইন নায়ক && প্রথম অবস্থায় সে থাকবে ভিলেনের আন্ডারের টপ গুন্ডা && তার ভাই পলিশ অফিসার। ধাপ ৫ : নায়িকা যদি হারিয়ে যায় তবে তাকে খুজে পাবে কোন নিঃসন্তান দম্পতি && তার বোন হবে একটু উশৃঙ্খল। ধাপ ৬ : যদি না হারায় তবে তবে নায়িকার বাবা ভিলেন।

ধাপ ৭ : নায়কের বাবাকে পূর্বশত্রুতার জের ধরে ভিলেন খুন করবে। কিন্তু নায়ক তা জানতে পারবে না। ধাপ ৮ :নায়ক নায়িকারা প্রেমের সম্পর্কে আবদ্ধ হবে && যদি ধাপ ৬ কার্যকর না হয় তবে ভিলেনের লম্পট ছেলে মেইন নায়িকার দিকে হাত বাড়াবে && নায়িকাকে শারিরীক ভাবে উত্যক্ত করতে চাইবে । ধাপ ৯ :ভিলেনের পুত্রকে নায়ক মারধর করবে && ভিলেন ক্ষেপে যাবে && নায়িকা অথবা নায়কের মা নয়ক কে মাথা ছুয়ে কসম করাবে আর যাতে মারামারি না করে। ধাপ ১০ : কিছুটা ভালো হবার পরে নায়ক কসম রাখতে শুধুই ভিলেন গ্রুপ এর মার খাবে।

ধাপ ১১ : নায়ক যেকোন উপায়ে জানবে তার বাবার খুনি কে?&& প্রতিশোধের আগুন জ্বলে উঠবে তার বুকে && বাবার কবরের মাটি ছুয়ে আবার কসম কাটবে && পুলিশ ভাই তাকে আইনের আশ্রয় নিতে বলবে। ধাপ ১২ : নায়ক আইনের আশ্রয় নেবার আগেই ভিলেন নায়কের মা কে তুলে নিয়ে যাবে && ধাপ ৬ সত্য না হলে নায়িকাও ধৃত হবে && হারিয়ে যাওয়া ব্যক্তিকে খুজে পাওয়া যাবে ধাপ ১৩ : নায়ক তখন বাংলা ছায়াছবির সমস্ত রুলস মেনেই মারামারি করে ভিলেন কে আধমরা করবে && যখন ভিলেন কে আধমরা করবে তখন সাইড নায়ক পুলিশ নিয়ে হাজির হবে && পুলিশ রা ধরার আগেই নায়ক ভিলেন কে খুন করবে&&পুলিশ তাকে আই এম সরি বলে ধরে নিয়ে যাবে। ধাপ ১৪ :আদালতে নায়কের ৫ বছরের সশ্রম কারাদন্ড দিবে। ধাপ ১৫ :নায়ক ৫ সেকেন্ডে বেরিয়ে আসবে && সবাই গোল হয়ে দাড়াবে && নায়ক নায়িকাদের হাতে হাত মিলিয়ে দেয়া হবে। ধাপ ১৬ : শেষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।