এ আকাশ এমন আকাশ, কখনো ছায় মেঘে- সে আবার সুখেই ভাসে, দখিন হাওয়া লেগে সংবাদ মাধ্যমে আজকাল পুলিশের যে হিংস্র রূপ দেখতে পাচ্ছি, তার বিপরীত চেহারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটে গেলে। আধুনিক সেবার যাবতীয় সুযোগ সুবিধার পসরা সাজিয়ে বসেছে ওয়েবসাইট টি। এখন সেবা কত দ্রুত দিতে পারে সেটাই প্রশংসার বিচার্য। যা দেখলাম তার কিছুটা ছড়িয়ে দিলাম- ফার্স্ট এইড চিকিৎসার মত দৈনন্দিন টুকটাক আইনগত ঝামেলার সমাধান হিসেবে। চলুন তাহলে...
http://www.dmp.gov.bd এই হল সাইটের ঠিকানা।
হোমপেজে পাওয়া যাবে ডিএমপি সার্ভিস বক্স, যেখানে যাদের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, তাদের সুবিধার্থে অপশন আছে। তার একটু নিচে আছে ভিকটিম সাপোর্ট সেন্টার। যেখানে ক্লিক করে আপনার নামঠিকানা দিয়ে সাহায্যের আবেদন করা যায়।
কন্টাক্ট শিরোনামে আরেকটি বক্স আছে, হোমপেজে- যেখানে ফোন ডিরেক্টরি, যেকোনো অভিযোগ দাখিল, স্থানীয় পুলিশ খোঁজ সহ নানা সুবিধার অপশন আছে।
এবার দেখা যাক, বাম পার্শ্বস্থিত প্যানের অপশন গুলো।
ডিএমপি ইউনিট, অপরাধ তথ্য, অভিযোগ, সিটিজেন হেল্প রিকোয়েস্ট সহ বাহারি পছন্দ। সিটিজেন হেল্প- এই অংশে ঘরে বসেই অনলাইন জিডি করা সম্ভব। আরও একটি সুবিধা আছে হালের বিষাক্ত ইভ টিজিং নিয়ে অভিযোগ দাখিল করার, যা কিনা নাম-পরিচয় গোপন রেখে করা যায়।
বামে শেষের দিকে আছে- ট্র্যাফিক কেস স্ট্যাটাস, যার মাধ্যমে কোন কেসের গতি অবস্থা জানা সম্ভব অনায়াসে। শুধু প্রয়োজন ট্র্যাকিং আইডি নম্বর।
যার যেটা প্রয়োজন, সেরকম সব সাহায্য সুবিধা আছে, যা অনলাইনে নিমেষে সম্পন্ন করা সম্ভব। পোহাতে হবেনা কোর্টে দৌড়াদৌড়ির নানান বিড়ম্বনা, আইনি মারপ্যাঁচে পড়তে হবেনা, বাঁচবে সময়, অর্থ।
তবে আর দেরি কেন? এখুনি ঝাঁপিয়ে পড়ি সেবার দিকে, দৈনিক জীবনকে করি আরও সহজতর। আরও উপযোগী প্রচুর অপশন আছে, সব পরখ করে দেখতে মোটে দশ মিনিট লাগতে পারে। সকলের মাঝে সচেতনতা ছড়িয়ে দিন।
দেশ ঠিকই সঠিক গন্তব্য পাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।