আমাদের কথা খুঁজে নিন

   

“ভন্ড দুটি মন”

তুমি মিথ্যুক, আমিও সত্যবাদী নই। ধরে নিলাম ফাঁকি ছিল সব, ভালোবাসি নাই। জেনে রেখো ভন্ডামিতে, আমিও এ প্লাস। যে স্কুলে পড় তুমি, আমিই নিতাম ক্লাস। ঠিক আছে সব কাটাকাটি, বাকিতো নাই কিছু।

তবু রাত্রি হলে স্বপ্নে আমার, কেনো যে নাও পিছু। আর কি হবে এত্তো ভেবে, অনুভূতি চেপে। এটাতো ঠিক তোমার আমার, হৃদয় উঠতো কেঁপে। ভন্ড আমি ভন্ড তুমি, দুজনেই তো এক। কি লাভ বলো মন্দ ভালো, এসব করে চেক।

তারচে এসো পাশেই বসো, সন্ধ্যেটা তো জোস। লাভ কি বল জমিয়ে রেখে, এত্তটা আফসোস। হাতে আমার হাত টা রাখো, বাতাসটা কি পাও? ওটাই আমার ভালোবাসা, স্পর্শ নিয়ে যাও। দেখতে তুমি পারবেনা তা, বুঝবে কেবল ছুঁয়ে। এটুক দিলাম হৃদয় থেকে, চাঁদের আলোয় ধুয়ে।

এটুক যেনো বলতে পারি, মিষ্টি কিছু সময়। কাটিয়ে ছিলাম তোমার সঙ্গে, মাতিয়ে ছিলাম আমায়। বেঁচে থাকার সময় থেকে, অল্প কিছু ক্ষন। চলো একটু বাজিয়ে দেখি, ভন্ড দুটি মন। হয়তো ওরাও ভালোবাসে, ভন্ডামিটার পিছে।

জেনে রেখো আধাঁর থাকে, সব প্রদীপের নিচে। সেই আধাঁরেই নাহয় তোমায়, বাসবো আবার ভালো। আধাঁরে আধাঁর ঘষে আমি, জ্বালতে জানি আলো। সেই আলোতে দেখবো তোমায়, কেমন হবে বলো?? বাদ দাওনা আগের কথা, আমার সঙ্গে চলো।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।