যার মধ্যে সুরের স্পন্দন আছে, সে কোন পাপ করতে পারে না
রাখ কি বা মার এই দয়া কর
থাকি না যেনো তোমারে ভুলিয়া। ।
নিশিদিনে শয়নে-স্বপনে
পরানে পরানে মিশিয়া
এই আঁধার রাতে নেও যদি সাথে
তুমি নিজে পথ দেখাইয়া। ।
দয়াল নাম তোমার জগতে প্রচার
জীবেরে দয়া কর বলিয়া
আবদুল করিম বলে রেখ চরণতলে
দিও না পায়ে ঠেলিয়া।
।
গানের কথা গুলো বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম । পপ গুরু আজম খাঁনের উৎস্বর্গ করে আজ একটি বাঁশি সুর তুল্লাম। ইচ্ছে করলে ডাউনলোড করতে পারেন।
ভাল থাকবেন সবাই, সবার জন্য রইল শুভকামনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।