আমাদের কথা খুঁজে নিন

   

নীলাকাশ

বিধাতা আমাদের দুটি চোখ দিয়েছেন তাঁর সুন্দর সৃষ্টি দেখতে।তেমনি তাকে যাচাই-বাছাই করার জন্য বিশাল একটা মনও দিয়েছেন। সুন্দর দুটি চোখ দিয়ে সবার দিকে সম্মান সুলভ দৃষ্টিতে তাকান। মন দিয়ে যত পারেন সন্দেহ কম করেন। । । । নীলাকাশ যতদূর দেখা যায় জীবনের এই আঙ্গিনায় স্বপ্নগুলো এসে ধরা দেয় ভুল যত করেছি এই জীবনে কোনকিছু মিল হবেনা এলোমেলো হয়ে গেছে যে সবই পারিনা ভুলতে যে আমি কঠিন সমাজের সে বাঁধন স্বর্ণালী প্রতি প্রভাতে বাঁধনের স্মৃতি এসে ধরা দেয় জীবনের সবকিছু হতাশা ভুলে যাও সমাজের যাতনা কেন তুমি পারনি তা সইতে তোমারই স্বপ্ন রয়ে যায় রয়ে যায়... জীবনের সবকিছু হতাশা ভুলে যাও সমাজের যাতনা কেন তুমি পারনি তা সইতে তোমারই স্বপ্ন রয়ে যায় রয়ে যায়... আকাশের ঐ দূর নীলিমায় স্বপ্নীল দু:খগুলো আজীবন সঙ্গী হল আমার আঁধারের ঐ শেষ সীমানায় মায়া হরিণের বনে মরীচিকা ডাকে ইশারায় অপরাধী হয়ে শুধু আমি নিজের কাছে আজ ফেরারী রুপালী দ্বিপ আলোতে মায়াবী রাত পিছু ডেকে যায় তুমিহীনা সবকিছু বড় নিষ্প্রাণ স্মৃতিভরা বেদনার বালুচর নতজানু রাত্রির কান্নাতে ভেঙ্গে গেছে স্বপ্নের বাঁধা ঘর তুমিহীনা সবকিছু বড় নিষ্প্রাণ স্মৃতিভরা বেদনার বালুচর নতজানু রাত্রির কান্নাতে ভেঙ্গে গেছে স্বপ্নের বাঁধা ঘর বাঁধা ঘর...... নীলাকাশ যতদূর দেখা যায় জীবনের এই আঙ্গিনায় স্বপ্নগুলো এসে ধরা দেয় ভুল যত করেছি এই জীবনে কোনকিছু মিল হবেনা এলোমেলো হয়ে গেছে যে সবই পারিনা ভুলতে যে আমি কঠিন সমাজের সে বাঁধন স্বর্ণালী প্রতি প্রভাতে বাঁধনের স্মৃতি এসে ধরা দেয় জীবনের সবকিছু হতাশা ভুলে যাও সমাজের যাতনা কেন তুমি পারনি তা সইতে তোমারই স্বপ্ন রয়ে যায় জীবনের সবকিছু হতাশা ভুলে যাও সমাজের যাতনা কেন তুমি পারনি তা সইতে তোমারই স্বপ্ন রয়ে যায় রয়ে যায়... গান: নীলাকাশ শিল্পী: জেমস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।