শুনেছি, তুমি নাকি নীলাকাশ খুব ভালোবাসো।
কৈ, তোমার চোখে
কোথাও তো নেই সে নীলের ছিটেফোঁটা চিহ্ন।
আচ্ছা, তুমি কি জানো,
কাউকে ভালোবাসলে তাকে ধারন করতে হয়
চোখে,মুখে,বুকে;
তবে কোথায় তোমার সেই নীল?
কোথায়--- কোনখানে!
না, তোমার চোখে আজ আর নেই
সেই নীল---
যে নীলের টানে ঘর ছেড়ে ছিল বেহুলা;
যে নীলের টানে জীবনানন্দ দাশ পেয়েছিল বনলতা সেন;
যে নীলের টানে রোমিও-জুলিয়েট হয়েছিল নীল।
হায়! তুমি আজ কেবলই ছায়া।
কেবলই মরীচিকা মায়া
অন্তহীন ছলনায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।