আমাদের কথা খুঁজে নিন

   

নীলাকাশ

কিছু ভূল কিছু স্মৃতি নাড়া দেয় সর্বক্ষণ নীলিমায় রংধনুর সাত রঙ হয়ে স্বপ্ন দেখিছি তোমায় নিয়ে ছুঁয়ে দেব ঐ দূর নীলাকাশটাকে। রঙ্গিন আলোর দিপ্ত ছড়িয়ে রাঙ্গিয়ে দেব ধূসর এই মনটাকে। রাতের নির্জনতায় মুক্ত আকাশে হাজারও নক্ষত্রের মিতালী। বিষাদের কালো ছায়া ভর করে ঘিরে ধরে চারপাশ থেকে। আনমনে সেইক্ষনে তোমায় ভাবি আলোকবর্তিকা হয়ে আমার পাশে দাঁড়িয়ে তুমি নিভৃতে একাকি। সবুজ ঐ তেপান্তরের মাঝে চেয়ে দেখি অবলীলায় তোমার হাসিমাখা মুখটাকে। তাইতো স্বপ্নটাকে বুকের ভেতর আগলে রেখেছি যতন করে। প্রহর গুনি আসবে তুমি তোমায় ভেবে সময় কাটে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।