সত্য অপ্রিয় হলেও বলতে চাই শোনা যায় খোদ বায়তুল মোকাররম মসজিদ নাকি রাস্তা আটকানোর জন্য রাতারাতি তৈরী করা হয়েছিল। তখন পল্টন ছিল ধনী এলিট হোমরা চোমরাদের বাস। সদরঘাট থেকে নবাবপুর রোড যখন পল্টন ভেদ করে যাবার পরিকল্পনা হয়, ঢাকার একটি মূল রাস্তা হিসাবে, তা থেকে নিজেদের বাড়ী ঘর বাঁচাবার জন্যই নাকি রাতারাতি এখানে মসজিদ নির্মান করা হয়।
সত্য কতটুকু জানি না তবে আমি নিজে অনেক যায়গায় দেখেছি রাস্তা থেকে নিজেদের বাড়ী বাঁচাবার জন্য রাতারাতি মসজিদ বানিয়ে ফেলতে।
আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক) প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, "এই প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে।
প্রস্তাবিত উড়াল সড়কের পথে ১৮টি মসজিদ-মাদ্রাসা রয়েছে। প্রকল্প বাস্তবায়ন করতে হলে এগুলো ভাঙতে হবে। সে কারণে দেরি হয়েছে। বিড়ম্বনা এড়াতে প্রধানমন্ত্রী চার কিলোমিটার বাদ দিয়েই প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। " মন্ত্রী আরও বলেন, "সরকারকে প্রথম রাতেই বিড়াল মারতে হয়।
কিছু সিদ্ধান্ত শুরুতেই নিতে হয়। সাড়ে তিন বছর পর আপনি মসজিদ, মাদ্রাসা ভেঙে কি ভোট নষ্ট করবেন?"
আমার মনে হয় এখন সময এসেছে নিচ স্বার্থের জন্য বা বাড়ীঘর বাঁচাবার জন্য যত্রতত্র মসজিদ-মাদ্রাসা যাতে না হয় তার জন্য একটি নিতিমালা প্রণয়ন করার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।