গরম তীব্র হওয়ায় বিদ্যুতের ব্যবহার বেড়েছে এবং এর ফল হিসেবে লোডশেডিং বেশি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
“বৃষ্টি শুরু হলে আর লোডশেডিং থাকবে না,” বলেছেন তিনি।
বুধবার বিদ্যুৎ ভবনে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও ডিপিডিসির অনলাইনে বিদ্যুৎ সংযোগের আবেদন গ্রহণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তৌফিক ইলাহী শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার কমানোর পরামর্শও দেন।
“বর্তমানে তাপমাত্রা বেশি হওয়ায় সমাজের বড় লোকরা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহারও বাড়িয়ে দিয়েছে। এজন্য লোডশেডিং করায় সাধারণ গ্রাহকরা বিদ্যুৎ কম পাচ্ছে।
”
শীতাতপ যন্ত্র ব্যবহারে নিরুৎসাহিত করে তৌফিক ইলাহী বলেন, “একটি শীতাতপ যন্ত্র ব্যবহার না করলে আট থেকে ১০টি বাতি জ্বালানো যায়। এভাবে সাশ্রয় করলে সাধারণ গ্রাহকরা উপকৃত হবেন। ”
উপদেষ্টা বলেন, “আমরা গরিব দেশ। যাদের টাকা আছে, তারা বেশি বিদ্যুৎ ব্যবহার করে সাধারণ মানুষদের সমস্যা সৃষ্টি করছেন। এতে সামাজিক বৈষম্য বাড়ছে।
”
বিদ্যুতের উৎপাদন দৈনিক সাড়ে ৫ হাজার মেগাওয়াটের বেশি হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার সময় উৎপাদন ছিল সাড়ে ৩ হাজার মেগাওয়াটের মতো। সে হিসেবে গত তিন বছরে ২ হাজার মেগাওয়াট উৎপাদন বাড়িয়েছি। ”
মঙ্গলবার বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ছিল ৫ হাজার ৫১০ মেগাওয়াট। তবে দৈনিক গড় চাহিদা এ চেয়ে হাজারের বেশি মেগাওয়াট বেশি হওয়ায় লোডশেডিং করে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।
বিদ্যুৎ সঙ্কট নিরসনে সরকার নতুন নতুন অনেক কেন্দ্র স্থাপন করেছে জানিয়ে তিনি বলেন,“আগামী দুই বছরের আরো কিছু কেন্দ্র নির্মাণ করা হবে, তখন পরিস্থিতির অনেকটা উন্নতি ঘটবে।
”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।