আমাদের কথা খুঁজে নিন

   

লাক্স সুন্দরী মেহজাবিন যখন ব্লগের মডু!

আমার ভিতরে আমি স্বতন্ত্র জীবন যাপন করি। লাক্স সুন্দরী মেহজাবিন তখন সামহোয়্যার ইন ব্লগের মডু। তখনকার ব্লগের অবস্থা দেখুন.. প্রথমে মডু মেহজাবিনের অফিস ডেস্কের বর্ণনা। পিংক কালারের ল্যাপটপে মেহজাবিন ব্লগিং করেন। ব্লগে লগইন করবার আগে মেহজাবিন সাধারণত পারসোনা থেকে সেজে আসেন।

অফিসের কাজের ব্যাপারেও একটুও ছাড় দেন না তিনি। এছাড়া লিপিস্টিক,চুড়ি,কাজল,মেকাপ বক্স সবসময় হাতের কাছেই থাকে। তখনকার ব্লগের লুক! উপরে ব্লগের নাম থাকবে গোলাপী কালারের। ডান পাশে রিকশার ছবির বদলে একটা লিপিষ্টিকের ছবি থাকবে। ব্লগে বাংলা এবং ইংরেজি ভাষার পাশাপাশি হিন্দী অন্তর্ভুক্ত করা হবে।

পোষ্টের নিচে “ভালো লেগেছে” এর জায়গা থাকবে “সো সুইট” এবং রিপোর্ট এর জায়গায় “পঁচা” লেখা থাকবে। আজীবন স্টিকি পোষ্ট সবাইকে শুভেচ্ছা- অপি আক্তার নোটিশ বোর্ডের পোষ্ট বাজেটে প্রসাধনী সামগ্রীর দাম কমায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ! আবার আলোর পথে বাংলাদেশ। নির্বাচিত পাতার পোষ্ট সমুহ (উল্লেখযোগ্য অংশ) ১.রুপচর্চায় হলুদের উপকারীতা হলুদ কেবল তরকারি হলুদ করে না গায়ের রঙও হলুদ করে। হলুদকে বরং তরকারিতে দিয়ে আমরা হলুদের অপচয় করি। কারন সুন্দর তরকারি থেকে সুন্দর চামড়া দেখতে সুন্দর।

যদি বিশ্বাস না হয় আপনার বাসার ডালের কালার দেখেন আর আমাদের মডুর গায়ের কালার দেখেন……….. ২.সুইট ইমরান হাশেমি,চুমু বাবা চুমু কখনই যান্ত্রিক কিছু না,এটা শিল্প। বর্তমানে এই শিল্পের অগ্রগামী ধারক বাহক হলেন বলিউড ষ্টার ইমরান হাশেমি। যতদূর জানা যায় তিনি ঠোঁটেই কারখানা স্থাপন করেছেন। ৩.ঢাকার কোথায় লিপিষ্টিক ভালো পাওয়া যাবে (হেল্পপোষ্ট) আমি একটা গোলাপী রঙের লিপিষ্টিক কিনবো? ঢাকার কোথায় ভালো লিপিষ্টিক পাওয়া যায় প্লিজ হেল্পান। ৪.নিজের ছবি নিজেই তোলার সময় কি কি বিষয় মাথায় রাখবেন আমরা অনেকেই বাথরুমে,গাছতলায়,বিছানায় নিজের ছবি নিজেই তুলি।

এসবে কিছু সাবধানতা অবলম্বন করা দরকার। বিশেষ করে বাথরুমে যখন ছবি তুলবেন আপনার বাথরুমের দেয়ালটা দেখে নিন। দেয়ালের রং ভালো না লাগলে ছবি আপলোড দিয়ে বেশী লাইক পাবেন না। ৫.আমার দেখা সেরা হিন্দী রোমান্টিক মুভি মুভি আমরা সবাই দেখি। আমি আমার দেখা সেরা দশটি রোমান্টিক হিন্দী মুভির তালিকা করলাম.. ৭.আমার স্বপ্নের নায়িকা মেহজাবিন মেহজাবিনকে দেখলে আমার বুক ঢিবঢিব করে,মন বিপবিপ করে……… ৮.ঘুম থেকে উঠে মুখে কি কি মাখবেন? ঘুম থেকে উঠেই অনেকেই ব্রাশ করে ফেলে।

আসলে সেটা ঠিক না। প্রথমে কিছু মুখে মাখুন। নইলে আয়নায় নিজেকেই চিনতে পারবেন না… ৯.এক সুন্দরীর গল্প সুন্দরী সেতো সুন্দর! পাহাড়ের মত বেয়ে চলে অবিরত। ঠোঁটে নিয়ে চুমু…… ১০.নখ ও ত্বকের যত্ন। মনে রাখবেন নখকে অবহেলা করবেন না।

ত্বক যেমন গুরুত্বপূর্ণ নখও তেমন। নখের কাজ সুদূর প্রসারী। নখ দিয়ে আমরা চিমটি দিই,আঁচড় দিই,বোতলের ঢাকনা খোলার চেষ্টা করি,ব্রণ খুটিঁ। সেসময় ব্লগে যা ঘটেছিলো। তার সংক্ষিপ্ত বর্ণনা।

জামায়াত শিবির এর ভায়োল্যান্স নিয়ে পোষ্ট দিয়ে ব্লগে ভায়োল্যান্স টেনে নিয়ে আসার অপরাধে দূর্যোধনকে আজীবনের জন্য ব্যান করা হয়। এই বিষয়ে মেহজাবিন এক কমেন্টে বলেন “দূর্যোধন এত্তগুলা পঁচা” কঠিন কঠিন শব্দে গল্প লেখার অপরাধে হাসান মাহবুবকে এক মাসের জন্য ব্যান করা হয়। বেশী জ্ঞানী পোষ্ট দেবার অপরাধে আরজু পনিকে তৃতীয়বারের মত হুশিয়ার করে দেন মডু মেহজাবিন। নেক্সটবার এরকম পোষ্ট দিলে আইপিসহ ব্যান। একই হুশিয়ারি ব্লগার রেজোওয়ানাকে করা হয়।

কারন তার লাষ্ট পোষ্ট প্রাচীন বাবু ইংলিশ কিংবা হালের বাংলিশ এবং আমাদের ইংরেজী শিক্ষা তে মডুকে আক্রমণ করা হয়েছিলো। এবার মেহজাবিনের লাষ্ট পোষ্টের চুম্বুক অংশ: Aj super moon! Wow Aj super moon dekhlam janala dia. Onek moja hoilo. Amar biraltao sathe chiloo. Chndtaa attogula sweet…. ১৩২২ বার পঠিত,১৭৩ জনের ভালো লেগেছে,৭৬জন প্রিয়তে নিয়েছে! পোষ্ট তৈরিতে সার্বিক সহযোগীতা করেছে রাশান শাহরিয়ান নিপুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.