আমাদের কথা খুঁজে নিন

   

কে হচ্ছে লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯

গভীর কিছু শেখার আছে ....

ছবি: (বাম থেকে ডানে) সিফাত-ই-তাহসীন, সাদিকা পারভীন স্বর্ণা, নাজিয়া হক অর্শা, মেহজাবীন চৌধুরী ও মৌনিতা খান ইশানা। প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরের লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ প্রতিযোগিতাও শেষ পর্যায়ে। এখন পর্যন্ত টিকে আছে শীর্ষ পাঁচ প্রতিযোগী। এ পাঁচজনকে নিয়েই লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ প্রতিযোগিতার গালা রাউন্ড হবে। আর সেখানেই নির্ধারিত হবে কে হচ্ছে লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯।

এখন পর্যন্ত টিকে থাকা শীর্ষ পাঁচ প্রতিযোগী হলো সিফাত-ই-তাহসীন, সাদিকা পারভীন স্বর্ণা, নাজিয়া হক অর্শা, মেহজাবীন চৌধুরী ও মৌনিতা খান ইশানা। সিফাত-ই-তাহসীন ভালো অভিনেত্রী ও পারফেক্ট মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ হওয়ার পথে এগিয়ে চলেছেন তাহসীন। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ কিভাবে তাকে বদলে দিয়েছে জানতে চাইলে তাহসীন বলেন, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯-এ আসার পর আমি আমার নিজের ভেতরেই অনেক পরিবর্তন অনুভব করতে পেরেছি। এখন আমি আমার আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারি সহজেই। আগের চেয়ে আমি এখন অনেক বেশি ডিসিপ্লিনড।

সবচেয়ে বড় কথা হলো যে কোনো ধরনের অবস্থাকেই আমি এখন ম্যানেজ করতে পারি। ’ সাদিকা পারভীন স্বর্ণা স্বর্ণার স্বপ্ন অভিনেত্রী হওয়ার। স্বর্ণা আশা করেন, লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ হওয়ার মতো যোগ্যতা তার রয়েছে। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ কিভাবে তাকে বদলে দিয়েছে জানতে চাইলে স্বর্ণা বলেন, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ আমাকে শিখিয়েছে কিভাবে স্টারডম বহন করতে হয়। আমার লাইফ এখন অনেক ডিসিপ্লিনড।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯-এর গ্রুমিং সেশনের বিভিন্ন কোর্সগুলো আমাকে ভবিষ্যতের জন্য তৈরি করতে অনেক সাহায্য করবে। ’ নাজিয়া হক অর্শা নাটক দেখার প্রতি অর্শার আগ্রহই তাকে ভালো অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখায়। নিজ সংস্কৃতিকে ফ্যাশন ও স্টাইলের মাধ্যমে প্রকাশে ইচ্ছুক তিনি। অর্শা বলেন, ‘আমি পজিটিভ, আত্মবিশ্বাসী ও বাস্তববাদী মানুষ। ’ লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ কিভাবে তাকে বদলে দিয়েছে জানতে চাইলে অর্শা বলেন, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ আমাকে আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠতে শিখিয়েছে।

অল্প দিনেই আমি অনেক বেশি কিছু শিখতে পেরেছি। যা আমি মনে করি সফল মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। ’ মেহজাবীন চৌধুরী মেহজাবীনের লক্ষ্য সফল ক্যারিয়ার গঠনে। র‌্যাম্প মডেলিং, ইংরেজি গান ও বেলিডান্সে আগ্রহ রয়েছে তার। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ কেন তাকে মনোনীত করা হবে জানতে চাইলে মেহজাবীন বলেন, ‘কারণ আমাদের জেনারেশনকে আমিই ভালোভাবে উপস্থাপন করতে পারবো।

’ লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ কিভাবে তাকে বদলে দিয়েছে জানতে চাইলে মেহজাবীন বলেন, ‘প্রতিটি সুন্দর মেয়েই নিজেকে বড় স্ক্রিনে দেখতে চান। এখন নিজেকে আমি বড় স্ক্রিনে দেখতে পাই যা লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ ছাড়া সম্ভব ছিল না। ’ মৌনিতা খান ইশানা ইশানার স্বপ্ন লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ হওয়ার। কেন তার মনে এ রকমের স্বপ্ন জানতে চাইলে ইশানা বলেন, ‘আমি মনে করি আমার সতন্ত্র কিছু রয়েছে, যেটি আমাকে লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ হতে সাহায্য করবে। ’ লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ কিভাবে তাকে বদলে দিয়েছে জানতে চাইলে ইশানা বলেন, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ প্রতিযোগিতায় সিলেক্ট হওয়ার পর আমি আমার সময় সম্পর্কে আরো বেশি সচেতন।

ক্যারিয়ার সম্পর্কেও আমি অনেক বেশি সজাগ। ভালো একটি ভবিষ্যতের স্বপ্নই এখন আমার চোখে। ’ দৈনিক যায়যায়দিনে প্রকাশিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.