আমরা অনেক সময় ছবিতে সাদাকালো ব্যাকগ্রাউন্ডে রঙীন ছবি দেখে থাকি । অর্থাত পুরো ছবিটি থাকে সাদাকালো পটভূমিতে কিন্তু ছবির নির্দিষ্ট একটি অঙশ থাকে রঙীন । আপনি ইচ্ছে করলে যেকোন ছবির সাদাকালো পটভূমিতে ছবির নির্দিষ্ট স্থানে রঙীন করে দিতে পারেন । এই কাজটি আপনি এডোবে ফটেশপের সাহায্যে করতে পারেন ।
প্রথমে ফটোশপের মাধ্যমে কাংখিত ছবিটি ্ওপেন করুন ।
এখন সবার উপরে Layer বাটন থেকে new Adjustment Layer অপশনে যান এবং Layer লেখা বক্সটি OK করে দিন । এখন Hue/Saturation লেখা একটি বক্স আসবে ।
এখানে লেখা Hue স্লাইডারটি টেনে একেবারে বাম পাশে নিয়ে আসুন অথবা Hue লেখা বক্সে -180 লিখে দিন । এরপর Saturation লেখা বক্সটি টেনে একেবারে বাম পাশে নিয়ে আসুন অথবা Saturation লেখা বক্সে -100 লিখে দিন । এরপর OK দিন ।
এখন দেখুন আপনার পুরো ছবিটি সাদাকালো হয়ে গিয়েছে । এখন টুলবার থেকে ব্রাশ টুল সিলেক্ট করুন ।
এখন Set foreground color অপশন থেকে foreground color হিসাবে কালো রং দিন ।
এখন আপনি ছবির যে অংশটি রঙীন সেখানে মাউস দিয়ে ড্রাগ করুন । তাহলেই দেখবেন কাংখিত অংশটি রঙীন হচ্ছে ।
ছবিটি সম্পাদনার কাজ শেষ হলে File/save as অপশনে গিয়ে JPG ফরমেটে ছবিটি সেভ করুন ।
আমার টিপসটি ইতিপূর্বে প্রথম আলো য় প্রকাশিত ।
এছাড়া স্কীনশটসহ প্রকাশ হয়েছে পিসি হেলপলাইনে
ধণ্যবাদ সবাইকে । আবার আসবো কাজের কোন পোস্ট নিয়ে ।
নিজে জানুন ,অন্যকে জানান ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।