স্বপ্নের বেড়াজালে আবদ্ধ এক যুবকের হৃদয়, চোখে-মুখে উচ্ছোসিত উন্মাদনা, তথাকথিত বাস্তবতার অন্তরালে সুখ-দুঃখের ব্যবচ্ছেদ করা এই হৃদয়ের কাজ নয়। স্নায়ুতন্ত্রে কিছু সৃষ্টিশীল নিউরো-কানেকশান ঘটানোর চেষ্টা যেন চলছে অবিরত। জীবন যেন এক নকশী কাঁথা বুকের জমিনে ফুটিয়ে তোলা কোন মধুবাণী কিংবা রূপকথা। মিহি সুতোর বুননে স্মৃতির আঁচলে ছাপা এক মহাকাব্যিক উপাখ্যান। এক পাশে তার নাগরদোলা আর ছোট্টো শিশুর মেলা, অন্য পাশে নদীর পারে বেদে দলের ভেলা, বৈঠা হাতে মাঝির কন্ঠে ভাটিয়ালি গান। জীবন যেন এক নকশী কাঁথা তার ছোট্টো বুকে ধারণ করা হাজার রঙের কল্পকথা। এক জীবনের হিসেব-নিকেশ এক জীবনে হয়, ছবির মতো বাকি যা সব, নকশী কাঁথায় রয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।