আমাদের কথা খুঁজে নিন

   

শব্দরা আজো মর্সিয়া গায়...

ঝর্ণার পাশে বাড়ি/ জলের তেষ্টায় মরি/ জীবনের খেলাঘর/ বেঁধে যাই নিরন্তর। এটা ফেরা নয় জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানাতেই ব্লগে আসা... কালের দেয়াল জুড়ে তুমি শব্দ-স্মৃতির আল্পনা হয়ে জেগে থাক নিরন্তর সুখে। সুরের দিগন্তে ছেড়ে দিলে মগ্ন আবেগের খেয়া-পাল যেখানে তোমার অনন্যতা পদানতহীন মহাকাল। জীবনের বাঁকে বাঁকে এসে- অবাক তোমার নির্মানেরা অভয়ের বাণী ঢালে মনে। ডানপিটে কৈশোর-কাল হতে সমাধির নির্জনতা জুড়ে আমার সাহসের মিনারে আলো হয়ে জেগে থাক তুমি। শব্দ মেলায় বিদ্রোহ নেই ছন্দরা ভীষণ অসহায় শাসকের বাড় বেড়ে গেছে; বিদ্রোহী কবির শূন্যতায় কবিদের কলম এখন পরাধীনতার ছায়া খোঁজে- মিডিয়া মোড়ল অথবা দল-মত-পথ শাসকের। শিকল ভাঙ্গার সেই গান স্তব্ধ-খুনে আগুন জ্বালায় কাব্যের মাঠে তোমার খোঁজে শব্দরা আজো মর্সিয়া গায়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।