আমাদের কথা খুঁজে নিন

   

শব্দরা আজ বোবা হয়ে গেছে

নিজ বাসভূমে যখন পরবাসী জীবন আমার
কি হবে তখন তোমার ভালোবাসার দৈর্ঘ্য-উচ্চতা মেপে
তার চেয়ে এই ভাল......
মায়াবী রাতে নীল জোছনায় রূপালী চাদর হাতে দাঁড়িয়ে থেকো তুমি
আমি আসবো শীতার্থ রাতে ভালোবাসার ওম নিতে।

আজ বন্ধ থাক কবিতার খাতা শব্দরা সব থাকুক ঘুমিয়ে
দুটি নর-নারী জেগে থাক আলো-আঁধারী রাত্রে
তোমার উষ্ণ চিত্তে আজ না হয় ঘটাবো কবিতার নতুন ব্যবচ্ছেদ
আগুন ঝরা রাতে কবিতার সংজ্ঞায় পরিবর্তন আনবে আঁধারের কবি।

পোড়া বাস্তবতায় আমার কাব্যরা আজ বোবা সেজে আছে বসে
টেবিলজুড়ে এলোমেলো করে রাখা শব্দের হিসেব কষতে ভুলে যাই
তোমার আলো ঝলকানো রূপ দেখে শব্দরা লজ্জা পেয়ে বের হয়ে আসে না
আমার কলমের ডগা থেকে।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।