পরিবর্তনের জন্য লেখালেখি
ভোরের দিকে , কালো রাত্রি নেমে এলে
শব্দেরা ছেড়ে গেছে বিষাক্ত অভিমানে
কতবার তারা সইবে আন্দোলনের প্রত্যাখান ?
শব্দেরা আবেগী খুউব । অসীম এ অভিমান !
আমি বটে পা ধরেছি , ভিখারী হয়েছি বাঙাল
ওরা তো জানে আমি কবিতার কাঙাল
এবার মজেনি শুষ্ক শস্য পতিতার আঁখি জলে
আমি অন্যে অনুগত , এ'রকম জেনেছে তাহলে ।
বন্ধুর জন্য , বলেছি স্বগত , বন্ধুর প্রতি দায়
তাদের জন্য শব্দ রেখেছি অবহেলিত প্রতীক্ষায়
বিষন্ন কবিতা ফিরেছে বিচ্ছিন্ন ভাগাড়ে , আর
প্রেমজ সমর্পনের আমি করেছি ধিক্কার ।
এবার সে জানিয়েছে বিদায় কবিকে
কবিতারা প্রেমিক হলেও আমার মত নয়
কবিতারা ভালোবাসে উজাড় করে ঠিক
কিন্তু অপমানে তারাও ক্ষমাহীন বোধ হয় ।
কালো ভোর এলে বন্ধু ও ছেড়ে গেছে
আমি রাত জেগে বোকা করেছি পূজারন
বর্নে , স্পর্শে নাদান মনের কাছে
সঁপেছি নিরালা নিদ্রাবিহীন ক্ষণ ।
দোষ কাকে দোব , আমি বোকা , সেও দড়
আমার ভুলেরা আকাশ ছুঁয়েছে কবে
যন্ত্রনা পাখি আকাশের থেকে বড়
ডানায় বিশ্ব বিষাক্ত কলরবে !
শব্দরা তাই ফেরারী , কবিতা দিয়েছে চিঠি
আর নেই ভালোবাসা , অন্ধ পতিতা দিঠি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।