আমাদের কথা খুঁজে নিন

   

জনাব কিছু প্রশ্ন জিজ্ঞেস করিলাম ভুল হইলে মাফ করিবেন

আজ একটা গল্প শুনাব। ঠিক যেন শেষ বিকাল এর মত আজকাল কথা বলতে গেলেই কিছু কিছু মানুষের মুখে শোনা যায় ধর্ম সম্পর্কে সব জানেন না তাই কথা বলতে আসবেন না। স্বীকার করছি আমি ধর্ম নিয়ে খুব বেশি কিছু জানি না। । কিন্তু নিচের প্রশ্নগুলো কিছুটা না জানা থেকেই করছি।

জানা থাকলে উত্তর দেবেন- প্রস্ন ১ঃ বগুড়াতে কয়েক দিন আগে চাঁদে সাইদীর ছবি দেখা গেল। শত শত থিক শত শত নয় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বেরিয়ে এলেন। আমাদের প্রিয় নবীর চেহারা কোনদিন চাঁদে দেখা যায় নাই কিন্তু সাইদীর ছবি দেখা গেল এটা কি কোন ধরনের অপরাধ না। আপনারা মোমবাতি জ্বালিয়ে বিচার চাওয়ার বিপক্ষে কিন্তু উলত আপনারাই চাঁদের দিকে তাকিয়ে আছেন। আপনারা কি প্রমান করতে চাইলেন এ দিয়ে, দয়া করে আমার প্রশ্নের জবাব দেবেন কি? আমি আসলে ধর্ম নিয়ে বেশি কিছু জানি না।

প্রশ্ন ২ঃ ফটিকছড়িতে আওয়ামীলীগের মিছিলে শান্তিপ্রিয় গ্রামবাসীর হামলা। মসজিদে ঘোষণা দেয়া হল মসজিদ নাকি ভাংচুর করা হচ্ছে বড় ইমাম কে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আর তা শুনেই শান্তিপ্রিয় জনগন রাস্তায় নেমে এসে ধর্ম রক্ষা করলেন। ৩ জন নিহত ১৫০ জন আহত। আওয়ামীলীগের সমর্থক তারা।

আচ্ছা এর আগে কি আপনার অনে হইনি তারা প্রথমে মানুষ তার পর আওয়ামীলীগের সমর্থক। আমি না হয় ঢাকায় থাকি দেখতে যেতে পারিনি আসলে কি ঘটেছে আপনারা ত ছিলেন যেয়ে দেখে শুনে কিছু করতে পারতেন। হুজুগে পরেই হোক আর ঈমানী কর্তবের কারনে আপনারা রক্ষা করলেন। কান নিয়ে গেছে চিলে তাই চিলের পেছনে দৌড়ানো শুরু করলেন। এ যদি ধর্ম হয় আমি আসলেই ধর্ম খুব জানি।

এখন মনে হয় আমার না জানাই ভালো। আপনারা কি একটু হলেও আমাকে জানাবেন? প্রশ্ন ৩ঃ আমি যতটুকু বুঝি এবং যতটুকু জানি শাহবাগের আন্দোলন শুরু হয়েছিল সরকারের বিরদ্ধে। সমান অপরাধে একজনের ফাঁসি আরেকজনের যাবতজীবন কারাদণ্ড। সরকার আসলে বিচার বিভাগকে প্ররোচিত করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইছে কিনা তার জন্য গুটিকয়েক আবুঝ মানুষ দারিয়ে পড়ল। যেখানে চাওয়া হল বেশি কিছু না যারা যুদ্ধাপরাধী তাদের বিচার তখন আপনাদের ধর্ম জেগে উঠল।

ধর্ম এখানে কিভাবে নষ্ট হয়ে গেল আমি এখন ও বুঝি না? প্রশ্ন ৪ঃ প্রশ্নঃ ব্লগ কি? উত্তরঃ ‘ব্লগ দিয়া ইন্টারনেট চালায়। ' উত্তরদাতাঃ মতিঝিল শাপলা চত্বরে মাওলানা মোহাম্মদ এনায়েত উল্লাহ্। প্রশ্নঃ ব্লগ কি ? উত্তরঃ ইন্টারনেটে কোনও ‘নাফরমানি’ কাজই হচ্ছে ‘ব্লগ’। উত্তরদাতাঃ ময়মনসিংহের জামিয়া মাদ্রাসার দাওরা হাদিসের (স্নাতকোত্তর) শিক্ষার্থী মো. আবদুল কাদের। প্রশ্নঃ ব্লগ কি ? উত্তরঃ ‘ব্লগ’ হচ্ছে বিজাতীয় পশ্চিমা সংস্কৃতি।

এটা মুসলমানরা ব্যবহার করে না। ধর্ম অবমাননাকারীরা ব্লগ দিয়ে অপপ্রচার চালায়। এতে যোগ দিয়েছে এ দেশের নাস্তিকরা। উত্তরদাতাঃ বরিশালের জামিয়া কাছেমুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা আলহাজ তাইয়েবুল ইসলাম। আমি না হয় কম জানি ধর্ম সম্পর্কে তাই আপনারা আমাকে পরামর্শ দিলেন ধর্ম নিয়ে কথা কম বলতে।

আমি আপনাদের কি ব্লগ নিয়ে পরামর্শ দিতে পারি কি? আর আমি যদি আপনাকে ব্লগ নিয়ে যদি বলি আপনি আমার কথা শুনবেনই বা কেন। আমি একটু বেশি বুঝি এ জন্য নাকি আমি চোখে কাপর বেঁধে থাকা সাধারন পাবলিক। প্রশ্ন ৫ঃ “হে আমার স্বদেশ তুমি কত সুন্দর আমি তোমাকে ভালোবাসি আমার আপন গোত্রের লোকেরা যদি আমার সাথে শত্রুতা না করত আমি কখনই তোমাকে ছেড়ে যেতাম না”। আমাদের প্রিয় নবীর কথাগুলো দেশপ্রেম রচনা লেখার সময় মুখস্ত ঝেড়ে লেখে দিতাম। সজ্ঞানে হোক আর অজ্ঞানেই হোক লেখাটা পরে আমার মধ্যে কিছুটা হলেও আমার মধ্যে দেশপ্রেম জেগে উঠত।

আমার মনে হয় আপনারা উপরের লেখাটা কখনও পড়েননি তাই আপনারা দেশের পতাকা আর স্বাধীনতার প্রতীক পুরিয়ে দিতে কার্পণ্য করেননি। ভালোই করেছেন পত্রিকার কিছু ভালো নিউজ এর জোগান দিয়ে ফেলেছেন। আমি আপনাদের বলার কে আমি সাধারন জনগন আমি দিন আনি দিন খাই। বাসে ঝুলে ঝুলে যাতায়াত করি। রিকশা ভাড়া ২ টাকা কমাতে পারলে আমি খুশি কারন ওই যে আমি সাধারন জনগন।

আমাদের পেট চালাতে হয় আপনারা আমাদের মুখে ভাত তুলে দেন না। আমি এখন ১০০% শিওর আমি আসলে কিছুই জানি না। আরও কিছু প্রশ্ন আপনাদের করা যেত যেমন আপনাদের ১৩ দফা দাবী, মসজিদে আগুন, সাংবাদিকদের পেটানো। আসলে আপনারা বোধই ঠিক কাজটাই করছেন আমি বড় বোকা আপনাদের কাছে প্রশ্ন করে প্রশ্নের জবাব চাচ্ছি যার উত্তর আমরা সাধারন মানুষ আগে থেকেই জানি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।