আমাদের কথা খুঁজে নিন

   

একজন জনাব গরু



টাইটেলের সাথে যাচ্ছে না ঠিক লেখা টা। একজন মানুষের গল্প এটা। রম্য গল্প হবে না মনে হয়, দেখা যাক।
প্রথমত উনি একজন ফেসবুকার। মগ্ন থাকেন স্ট্যাটাস দেয়া নিয়ে, ফ্রেন্ড লিস্টের নারী আইডী নিয়ে।

একসময় বুঝতে পারলেন এমনি সাদা পানি খেতে চায়ের মত লাগে না, এক্সট্রা যোগ্যতা দরকার নিজেকে আলাদা করে দেখাতে। কি করা যায় ?
হুম্মম্ম উনি মডেল হবেন। মডেল হতে কি লাগে ? ডাক পরলো লিস্টে থাকা কোন র্যা ম্প মডেল এর। দুকাপ চা আর একটা ফ্রাই এর বিনিময়ে জানা গেলো সিক্রেট। মহান লোকের পা পরলো কোন স্টূডিও তে।

কটা কমর বাকা ছবি হাতে পাওয়া গেলো সন্ধ্যা নাগাদ। এবার শুরু হবে খেল, হুহুহুহু।
রাত ১ টা। ছবি গুলো আপলোড হয়ে গেলো আলাদা এ্যালবাম এ। কাজ শুরু করলেন মডেল হিসেবে।

মানে Works at Model হয়ে গেলেন আরকি।
বাহ মডেল এর লাইফ তো মন্দ না। কিন্তু কোথায় কাজ করেন , কাদের জন্য কাজ করেন প্রশ্নের জবাবে তো লজ্জায় পড়তে হচ্ছে রোজ।
এবার ব্যাবস্থা নাম্বার দুই।
কিনে আনলেন একখানা লম্বা মাথার ক্যামেরা, ডাক পড়লো প্রফেশনাল কারো।

তাকে দিয়ে নিজের ক্যামেরা চোখে বাইনোকুলারের মত লাগিয়ে ছবি তুলে হয়ে গেলেন ফটোগ্রাফার। রোজ ব্যাং, ইদুরের ছবি তুলে আপলোড করেন ফেসবুকে। ট্যাগ দেন লিস্টে থাকা রমনী দের। এবার তাকে পায় কে, উনি হিট ! খুলে বসলেন “আবুলের ফটোগ্রাফি “ নামে একখানা পেইজ। নে বাবা, এবার ফটোগ্রাফার সামলা।


এবার নাম্বার তিন। সামনে বই মেলা। খাতা কলমে লেখা তো নিজেও বুঝেন না, কিবোর্ড আর অভ্র তো আছে। লিখে ফেললেন “ আতা গাছে কাকের বাসা” নামে একটা রগরগে কবিতার বই। প্রকাশ হয়ে গেলো দেখতে দেখতে।

প্রকাশক বেচারা টাকার লোভে নিজের প্রকাশনার সম্মান বেচে দিলেন, কি করবেন কেউ তো আসেনা। বই তো বের হলো, কেউ তো জানবে না, এবার জনাব মহান একটা পার্টি দিলেন,ডেকে আনলেন সব সাংবাদিক দের। তাদের উদ্দেশ্য ভাষনে বললেন “ নে বাবারা পেট ভরে খা, টয়লেটে ঢুকার আগেই আমার ব কে হিট করে দে, পারলে নিষিদ্ধ করে দে, পাবলিক খাবে ভালো । “
রাতের আধারে উনি লেখক হয়ে গেলেন। বই কেউ না কেনায় সেই অখাদ্য ফ্রি তে গেলানো হলো কাছের ভাই ব্রাদার দের।

আমি আপাতত অসুস্থ বোধ করতেছি, জনাব মহান এর পরবর্তী মহান কর্মের আবডেট কদিন পরে লিখবো। বিদায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.