আমাদের কথা খুঁজে নিন

   

আমিও তাঁদের জ্ঞাতি

অরুণালোক অভূক্ত থেকেছি তবু খাই নিকো তুলে এনে ভিখিরির ঝুলির প্রসাদ ভীষণ পিপাসা ছিলো মরুভূমি খরা বুকে; চারিপাশে মরিচিকা ফাঁদ। মরুচারী মন আজও খুঁজে ফেরে সবুজের ছায়া ঘেরা মরুদ্যানের বুঝি না, জানি না কিছু। ডুব দিয়ে থাকি নিতি সুন্দর সত্য ধ্যানের মাঝে। নিষ্পাপ অকলঙ্ক প্রণয়ে খাঁদ কিগো রয়ে যায় তবু! পবিত্র প্রেমের কাছে পরাজিত হয় জানি আজীবন স্বয়ং প্রভু। ব্যথা যদি না-ই থাকে সাদা-মাটা মনে লাগে দুনিয়ার প্রণয়ের স্বাদ বিরহী প্রেমিক জানে, সহজ পাওয়াতে হয় চিরকাল প্রেম বরবাদ।

তাই বুঝি ফিরে আসে- যুগে যুগে, স্বর্গের প্রেম নিয়ে আদম-হাওয়া হৃদয়ের কাছাকাছি, দেহজ মিলন সুখ দেরিতেই হোক, হোক কঠিন পাওয়া। প্রখর অগ্নি বুকে দেখেছি উঠেছে ফোটে সুবাসিত কুসুম কানন ইতিহাস সাক্ষ্য দেয়, ইব্রাহীমের প্রেম কোন কালে নয় অকারণ। প্রেমের পরীক্ষা দিতে ইসমাইল মাথা পেতে দিয়েছিলো জেনো ধারাল তরবারী কাটে নি একটি রোমও, জানো সেটা কেনো? গভীর প্রণয়ে থাকে মহান প্রভুর ছোঁয়া আমি যে তা জানি তাই, করি না কোনই ভয়; আমিও যে দিতে জানি হৃদয়কে মহা কোরবানী। আমি তো তাঁদেরই চ্যালা, হেলাফেলা করো না মনে কখন উঠবো ফোটে, প্রণয়ের ফুল হয়ে; কোন হৃদে অন্যখানে। নূরের ঝলক দেখে আচানক জ্ঞানহারা হয়েছিলো মুসা পুড়েছে পাহাড় ‘তুর’ সুরমার খনি সে তো, পাও কিগো দিশা! প্রেমিক বাঁচাতে প্রভুর পথ করে দিয়েছিলো খরস্রোতা মিশরের নীল ডুবেছে অবিশ্বাসী, ইতিহাস কথা কয় ফেরাউনের সমাধি সলিল।

আমি যে তাঁর-ই সুত, আমিও তো একদিন ঐখানে ছিলাম কবিকে চিনে না কেউ, সেদিনেরও কবি আমি, লিখে গেছি কবিতা তামাম। সত্যের বাণীবাহী ঈসা নবী শোধে গেছে নবুয়তের দায়িত্ব ঋণ ক্রুশের আড়াল হয়ে প্রতিষ্ঠা করে গেছে অক্ষয় অম্লান দ্বীন। বাকীটুকু ছিলো যা, পূর্ণতা দিয়েছেন মোহাম্মাদ মুস্তাফা আখেরী নবী প্রেমিকের ইতিহাসে ওঁরা আজও অমর জাজ্বল্য ছবি। আমি তো তাঁদেরই জ্ঞাতি, সত্যের বাণীবাহী সর্বযুগের ত্যাগী আমি আজীবন, কোনকালে কোনদিনই হই নি ভোগের। তবুও বোঝ না কিছু! কবি-বাণী নয় শুধু মনগড়া ছন্দের মিল! মনের শিকল ছেঁড়ো, আলো-স্নান করে হই আলো ঝিলমিল।

২৬-০৫-২০১২ পরিচিতি: কবি, লেখক ও সাংবাদিক এবং ব্যবস্থাপনা সম্পাদক পাক্ষিক সময়ের বিবর্তন ৩২/২ সেনপাড়া পর্বতা সেকশন ১০, মিরপুর ঢাকা- ১২১৬ মোবাইল- ০১৯৪২-৮৪৭২০৭, ০১১৯১-১৫৬৮৭৬ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।