আমাদের কথা খুঁজে নিন

   

'আমিও ঘুষ খাবো'

অচেনা পথে হাটতে চাই অনেক দুর

বয়স তখন মাএ 10। চাচাজীর সাথে গেলাম উনার অফিসে। ছোট বলে সবাই গাল টিপাটিপি শুরু করলো। কি একটা অবস্থা। এদের থেকে বাচার জন্য গেলাম রশীদ ভাইয়ের কাছে।

উনি ছিলেন চাচাজীর পিওন। এই কথা সেই কথা হয়,হঠাৎ করে উনাকে প্রশ্ন করলাম আচ্ছা ঘুষ জিনিস টা কি?উনি থতমত খেয়ে বললেন ও তুমি বুঝবানানে,আমি নাছোড়বান্দা,ভালো করে ধরলাম। উনি না বলে পারলেন না। ঘুষের সংজ্ঞা উনি এইভাবে দিলেন: 'এটা হইলো,মনে করো তুমি কারো সাথে টাকা নিয়া ঝগড়া বিবাদ করিছ,এরপরে তুমি তার গায়ে হাত তুলিছো,তখন সে যদি তোমাক টাকা গুলান দিয়া দেই,তারি পরে সেইটাই হইলো ঘুষ। বুঝতি পারিছো'এখন বুঝলাম তার মনের সরল কথাগুলো।

মাঝে মাঝে ভাবি'আমিও ঘুষ খাবো'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।