আমাদের কথা খুঁজে নিন

   

আমিও বলতে চাই

চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে

আমিও বলতে চাই ‘বাতাসের অস্তিত্ব বোঝা যায় নিঃশ্বাসে, বাতাসে ডুবে থেকে যেমন ভুলে যাই তাকে, তেমনি তোমাতে ডুবে থেকে ভুলে থাকি তোমায়।’ আমিও সব কিছু ভুলে যাব তোমার এই বাতাসের মতো। স্মৃতির মালা গেথে গেথে কাটবেনা রাত নিদ্রাহীন, দ্বিপ্রহর রাতে বিরহ কাতর পাখি আর কাঁদাবেনা, বিরহের কবিতায় আর ভরে উঠবে না ডায়রীর পাতা, শুধু নেশার আফিম ছেড়ে বুক ভরাবো নিষ্টুর বাস্তবতায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।