Sad Cafe
আমিও ফুরিয়ে যাই (অন্যপর্ব)
অশ্রুর নুন এখনো জলজ
ব্যধির ভেতরে অনেক রোদমগ্ন শার্ট ,
ক্যাম্বিসের থলেগুলো নির্জীব হয়ে আসে -
জানালায় সময়ের ধূসর হ্যাঙ্গার ।
বুকশেল্ফ নিবিড় অবসরের মতো আমার
পার্সিয়ান কার্পেট ও আলস্য
এইসবি থেকে গেছে....
বেলাশেষে জীর্ন কোন রকিংচেয়ার ।
অ্যাকোয়ারিয়মজনিত আলো
খুব নিভৃতে আসে এইঘরে
আর চলে যায় -
শোকেস-জন্ম ছেড়ে কোথায়
উড়ে যায় ক্রিস্টালকাক !!
-----------------------
আন্দালীব
২০০৫ (আনুমানিক)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।