আমাদের কথা খুঁজে নিন

   

আমিও পাখি হবো

ভালোবাসায় ঈশ্বর .. ভালোবাসায় তুমি .. ভালোবাসায় আমি .. ভালোবাসায় অন্য সবাই... শুধু জেনো ..ভালোবাসায় ভালোবাসা আমার বৃত্তবন্দী পৃথিবী। এখানেই ভাল-লাগা, মান-অভিমান, চাওয়া পাওয়ার হিসেব নিকেষ। বেড়ে ওঠা, ছুটে চলা, কোনো একদিন আমিও ডুবে যাব ... অন্তহীন অন্ধকার নিমজ্জনে। হয়তো ক্লান্ত পথিক হব ! ছুটে যাব আমার শান্ত নদীটির কাছে। কষ্ট, সব পথক্লান্তি ধুয়ে নেবে আমার প্রাণের সে নদী। নদীর বুকে ভাসিয়ে দেবো আমার লাল-নীল-হলুদ কষ্ট প্রজাপতি। জীবনের নৌকা ভাসাবো.. আটপৌরে জীবনের কাব্য ভাসাবো । কেউ একজন সেই কাব্য পড়ে হয়তো ক্ষণিকের জন্য আনমনা হবে। হাসবে অথবা কাঁদবে আবার ভুলেও যাবে। সাঁঝের বেলা সব পাখি নীড়ে ফেরে, আমিও পাখি হব হয়তো....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।