‘তুমি যাকে মৃত্যু বল, তুমি যাকে বল শেষ, সমূল পতন আমি তার গভীরে বিশ্বাসী বারুদের চোখ দেখে বলি এসব মৃত্যু কোন শেষ নয়, সব নয় এসব মৃত্যু থেকে শুরু হয় আমাদের সূর্যময় পথ। ’ আগামী ১ জুন সংবাদপত্রের কালো দিবস। ২০১০ সালের এই দিনে বর্তমান ফ্যাসিবাদী সরকার সংবাদপত্রের কন্ঠ স্তব্ধ করার ষড়যন্ত্রের নগ্ন খেলায় নেমেছিল। পুলিশি হায়েনাদের দিয়ে গ্রেফতার করেছিল আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে ও বন্ধ করে দেয়া হয়ছিল আমার দেশ-এর প্রকাশনা। কিন্তু ফ্যাসিবাদী সরকারের এ ষড়যন্ত্র বেশিদিন টিকে থাকেনি।
দেশপ্রেমিক জনগণের সমর্থন ও ভালোবাসায় সরকার বাধ্য হয়ে মুক্তি দেয় নির্ভীক সম্পাদক মাহমুদুর রহমানকে।
সংবাদপত্রের এই কালো দিবসে আমার দেশ পাঠকমেলা ঢাকা মহানগর শাখা আয়োজন করছে ‘সংহতি সমাবেশ’। সংহতি সমাবেশটি জাতীয় প্রেস ক্লাব চত্বরে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার এ লড়াইয়ে ঢাকা মহানগর পাঠকমেলার সব সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
প্রয়োজনে : পাভেল সারওয়ার : ০১৭১৭৫৬২৪২
সুধী
আসসালামু আলাইকুম।
দৈনিক আমার দেশ-এর কণ্ঠ স্তব্ধ করে দেয়ার দ্বিতীয় বার্ষিকী আগামী ১ জুন, শুক্রবার। সংবাদপত্রের এই নতুন কালো দিবসে দৈনিক আমার দেশ পরিবার ১ জুন বেলা ৩টায় প্রেস ক্লাব চত্বরে আলোচনা সভার আয়োজন করেছে। আপনার সানুগ্রহ উপস্থিতি সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার লড়াইকে শাণিত করবে
মাহমুদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক
দৈনিক আমার দেশ
আশা করছি সবাই এ আহ্বানে সাড়া দেবেন এবং ১ জুন জাতীয় প্রেস ক্লাব চত্বরে উপস্থিত হবেন।
—বিভাগীয় সম্পাদক ও কেন্দ্রীয় পরিচালক
আমার দেশ পাঠকমেলা
ঢাকা পাঠকমেলার সংহতি সমাবেশ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।