আমাদের কথা খুঁজে নিন

   

হুজুগে বাঙালী

শখ হল তাই ব্লগ লিখি... আমরা হুজুগে বাঙালী সারাজীবন রয়ে যাবো পথের কাঙালী, দিশেহারা হয়ে মোরা পরের বুদ্ধিতে চলি নিজের সত্তাকে মোরা দেই জলাঞ্জলী। মোল্লা সাহেব ভাল লোক একবার নাহয় তার কথা শুনি, কত কাল যাবে মোদের এভাবে পরের নৌকার দ্বার ঠেলি। যুগের সাথে তাল মিলিয়ে চলা নয় বুদ্ধিমানের কাজ, তবুও মোদের জীবন যেন এমনি রয়ে যায় আজ। কেন হাওয়ার দিকে মোরা দিচ্ছি বাদাম তুলি যেহেতু আমরা হুজুগে বাঙালী। ঘুমের ঘোরে আর কাটাবো না জীবনের বাকি দিনগুলি, এই ব্রত নিয়ে আমরা সপথ করি আর যেন কেউ না বলে আমরা "হুজুগে বাঙালী"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।