১। ছোটবেলায় হঠাৎ শুনলাম,সারা দেশে ঢোল কলমির আক্রমনে অনেক মানুষ মারা গিয়েছে। গবাদি পশু মরছে হাজারে হাজার। ব্যাস! শুরু হলো ঢোল কলমি নিধন। দিন কয়েকের মধ্যে সব ঢোল কলমি সাফ।
বাঙালি যে এত করিৎকর্মা কে জানতো! কিছুদিন পরে জানা গেল সব ভুয়া,নেহায়েত গুজব।
২। বছর ২-৩ আগে এক আত্মিয় আমাকে মেসেজ পাঠালো"খবরদার কোন অপরিচিত নাম্বার থেকে আসা কল রিসিভ করবেনা। এক ধরনের ভাইরাস ছড়াচ্ছে"। আমি ভাবলাম আমার সাথে তিনি মজা করেছেন।
পরের দিন পত্রিকা পড়ে আমি তো থ। সারা দেশে নাকি তোলপাড় হয়ে গেলো। সবাই ভয়ে অস্থির। কেউ একবার ভেবে দেখলোনা,কল রিসিভ করলে এমন ভাইরাস ছড়াতে পারে কিনা। মনে মনে ভাবলাম"রেখেছো বাঙালি করে,মানুষ করনি"
৩।
একজনের মুখে শুনলাম,এক টাকার কয়েনের নাকি এখন অনেক কদর। একেকটা ১০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। সোনালি কয়েনে নাকি সোনা মেশানো। মানুষ কি এত বোকা হয়?সেই লোকের গুল মারার ক্ষমতায় আমি রিতিমত মুগ্ধ। পরের দিন পত্রিকা পরে জানলাম,ঘটনা সত্যি।
এবার আমার নিজেরি বোকা হবার পালা!মনে পড়লো কবি শামসুর রাহমানের সেই কবিতার কথা " কান নিয়েছে চিলে"।
বুদ্ধি দিয়ে যৌক্তিকতা খুজতে যায়না। শুনলেই হলো,দে ছুট....বাঙালি এত আবেগপ্রবন,এত হুজুগে মাতাল!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।