আমাদের কথা খুঁজে নিন

   

হুজুগে বাঙ্গালি

দুইটা মজার ঘটনা শেয়ার করি -- এক - হঠাৎ চারদিকে ছড়াইয়া গেলো এক টাকার যে রুপালি রঙের পয়সা আছে ঐটার দাম বাইড়া গেছে । আমার এক ফুফাতো ভাই প্রতি কয়েন দশ টাকা দিয়া কিনছিল । যতটুকু জানি অনেকগুলি কিনছিল এবং পুরা লস খাইছিল । যাদের কাছ থেকে কিনছে তাদের কিন্তু লাভই হইছিল । খবরটা কিন্তু প্রথম আলোতেও আসছিল ।

কি যে অবস্থা ? ওই কয়েনে নাকি স্বর্ণ আছে বা রুপার শর্ট পড়ছে এই রকম কথা চারদিকে ছড়াইছিল । দুই - সম্পর্কে আমার নানি হয় এই রকম একজন তখন ঢাকায় । তার কাছে ফোন আসলো যে পরের দিন সকাল ছয়টায় ভুমিকম্প হবে । আর এরপর সব নলকূপের পানি বিষাক্ত হয়ে যাবে । পানের অনুপযোগী হবে ।

এই কথা শুনে নানি বেশ চিন্তিত নামাজ পড়লো । তিনি ঢাকা থেকে কিছু করতে পারবে না । আর ঐদিকে সবাই রাত জেগে পানি তুলছে আর কলসি ভরছে । [ হুজুগে বাঙ্গালি --- এমনেই কথাটা আসে নাই । একটুও চিন্তা করার কষ্ট টুকু করে নাই কেউ ] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।