বোবা আর বোকার কোনো শত্রু নাই (কাউকে ছোট করা নয় বরং মজা করার উদ্দেশ্যে লেখা)
-হুইনছনি গো বেলার বাপ আমার আর মাইনষের বাসায় কাম কইরতে অইব না।
--তা কইরবি টা কি হুনি? তোরে বয়াইয়া বয়াইয়া খাওয়াইবো কে?
-ক্যানে মাইনষের বাসায় কাম করা ছাড়া বুঝি আর কোন কাম নাই?
--ভালা কথা তা তুই নতুন কি কাম কইরবি?
-আমি যে বাসায় কাম করি হেগো ছোড আফা আমারে নতুন একডা কাম দিবো কইচে। আমারে কইচে বিখ্যাত বানাইয়া দিব। আমারে নাকি সামনে টিভিতে দেখাইবো।
--তা কাজটা কি হুনি?
-তুমি না ঐদিন কার কাছ তুন হুইন্ন্যা আয়া কইলা এভারেস্টের আগায় উঠলেই নাকি বিখ্যাত হয়া যায়।
ছোড আফা কইচে আমারে হিয়ানো উডানোর সুযোগ কইরা দিব। হে বেডি ভাত খাওন বন্ধ কইরা দিচে। বড় সাবের কাছে বায়না ধইরছে য্যামতে হোক হ্যারে এভারেস্টের আগায় উডন লাগবোই।
--কচ কি?
-আরে হুন না। শ্যাষে ছোড আফার লগে কেউ যাইতে রাজি অয় নাই দেইক্কা আমারে লগে লয়া যাইবো কইচে।
ছোড আফা আমারে কইচে আমিই নাকি পরথম ভুয়া হমু যে এভারেস্টের আগায় উটমু।
--আরে কচ কি? আমাগো মন্টুও নাকি এভারেস্টে উডার সুযোগ পাইচে। হে যাগো গাড়ী চালায় তাগো বাসার সবাইও নাকি এভারেস্টে উইডবো।
-ওগো বেলার বাপ তুমি মন্টুর লগে একটু বাইল দিয়া দেখ না তোমারেও হেগো লগে লয়নি। তাইলে আমার মাথায় নতুন এক্কান বুদ্ধি আইচে।
--কি বুদ্ধি ভাইঙ্গা ক না।
-আমরা যখন এক লগে এভারেস্টে উডুম না তখন হেগোরে মাঝ পথে থুইয়্যা তুমি আর আমি এক দৌড়ে এভারেস্টের আগায় উইট্টা পড়মু। তখন আমরা হয়া যামু এভারেস্টে উডা পরথম পরিবার। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।