যে জন দিবসে মনের হরষে পোস্ট পড়িয়া দেয় না কমেন্টখানি... তাহার উপর জ্বলিল ভাইয়ের বদনজর পড়িবে লইও জানি... আসিতেছে আসিতেছে, আগামি ৩১শে এপ্রিল লুলু প্রোডাকশন প্রযোজিত নোবিতা রিফু'র বিশেষ ছবি "আমি কেন ছেলে??" আশা করা যায় এই ছবির অসামান্য সাফল্লে এদেশ থেকে ভারতীয় ছবি বানের জলের মত ভেসে চলে যাবে। আপনারা স্বপরিবারে আসুন। হলে সিট ফাকা না থাকলে নিচে চাদর বিছিয়ে দেওয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।