দূর্বোধ্যতা নয়, প্রাঞ্জলতা বা সহজবোধ্যতাই হোক রচনার ধর্ম ।
সামাজিক দায়বদ্ধতা থাকা সত্ত্বেও প্রেম ভালবাসা আজকাল লুকিয়ে দেখা করা, আর এদিকওদিক তাকিয়ে চুমো খাওয়ার মধ্যে সীমাবদ্ধ নাই । ঘরের বাইরে ছেলেমেয়েরা কে কী করছে, সে সম্পর্কে অনেক অভিভাবকই অন্ধকারে; থাকবেই না বা কেন, ঘরে এলেই যে ‘ভেজা বেড়াল’ ভাব!
ঘটনা অবশ্য বেশীদিন গোপন থাকে না; প্রেমিক জুটির সমবয়সীরাই দায়িত্ব নিয়ে আলোর বেগে ছড়িয়ে দেয় । যাদের মাঝে সম্পর্ক, তাদের মনোভাব ‘সব কিছুই জায়েজ’ টাইপ । এ বিষয়ে বিতর্ক আছে, থাকবে...আর এ নিয়ে আলোচনা করার মতো লাখো মানুষ রয়েছে; আমি আর সেদিকে না যাই । কথা হচ্ছে যারা থার্ড পার্টি; মানে যারা দর্শক তাদেরতো সেখানে আক্ষরিক অর্থে লাভ কিছু নেই! তাই তারা এই সেই রটিয়ে বেড়ায় (!) হতে পারে আলোচনা, সমালোচনা করে তারা আরাম পায় । অন্যের বেলায় দৃষ্টিভঙ্গি যেমনই হোক, নিজের বেলায় অধিকাংশ মানুষ ঐ ‘তেমনই’ ।
সে যা-ই হোক; প্রিয়জনকে ভালবাসুন, নিজে ভাল থাকুন, তাকেও ভাল রাখুন । সব কিছুই একটু রয়েসয়ে...হ্যাঁ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।