জোনাকি জ্বলা রাতে মন যেতে চাই তারা ছুতে
কিছু দিন থেইকা মাথার মধ্যা একটা পুকা কিট কিট করতেছে। কিন্তু পুকাটারে ধরতে পারছিনা । গতকাল শামীম নামক ব্লোগারের মন্তব্যে মাথার মধ্যকার পুকাটা একটা লং জাম্প দিল। তাই আর সহ্য করতে না পাইরা আইজি প্রোজেক্টার কাজ হাতে নিলাম। এইটা কাজের প্রথম স্টেপ!
আমি একটা মুভি বানামু(রিয়েল না কিন্তুক)। এই খানে কেডা কেডা অভিনয় করবেন হাত তুলেন আর যোগদান করুন! কে কি চরিত্রে অভিনয় করবেন সেইটা পরের পোষ্টে জানান হবে! তবে আপনাদের সুবিদার্থে বলে রাখি নয়িকা কিন্তুক আমি আর নায়ক আমার জানু হইব আর একটা কথা এনটি পার্টি হইব ইড়ানি ছাগু!!
১. জোমানি(নায়িকা)
২.আমার জানু(নয়ক)
৩.ইড়ানি ছাগু(এনটি)
৪.জয়িতা(বান্ধবি)
৫.প্রত্যুৎপন্নমতিত্ব ( ভিলেন)
৬.শামীম(ড্যান্চ মাস্টার)
৭.অদ্ভুত ভালবাসা ( অদ্ভুত মানুষ)
৮.উদা(আমাগো গ্যাং এর বস!)
৯.ইরতেজা(র্যাব)
(আপডেট করা হবে!)
{কারো কাছে আমার পোষ্ট আজাইড়া মনে হলে বেশী কথা কইবেন না}
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।