জীবনে কত না গল্প পড়েছেন, কতবারই নিশ্চয় মনে হয়েছে, দেবদাস পারুকে নিয়ে এই নিষ্ঠুর সমাজের রক্তচক্ষুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গড়ে তুলুক স্বপ্নের পূথিবী কিংবা হিমু বিয়ে করে ফেলুক আগামীকাল সকাল হওয়ার আগেই। কিন্তু তা হয় নি। কিন্তু এবার হবে !! আপনার প্রিয় চরিত্র চলবে আপনার ইচ্ছায়, আপনারই কলমের আচঁড়ে। আপনিই ঠিক করবেন আপনার পছন্দের চরিত্রের শেষ পরিণতি!
গল্প করছেন গল্পজকীর সাথে। সাথে আছি আমি গল্পজকী, জিযে ঝিমঝিম।
আসুন তবে জেনে নেই অংশগ্রহণের নিয়মগুলোঃ
ধারা ১ঃ প্রথমে গল্পের একটা সুচনা করে দেওয়া হবে। সুচনা পোষ্টের যেখানে গল্প শেষ হবে, তারপর থেকে লিখবেন আপনি। আপনার লেখা শুরু হবে প্রকাশিত সুচনা পোষ্টের পর থেকে, অন্য কারোর লেখার শেষ থেকে নয়।
ধারা ২ঃ আপনার লেখা জমা দিন পোষ্টের নিচে থাকা কমেন্ট এর ঘরে, ইমেইলে পাঠানো লেখা গ্রহণযোগ্য নয়।
ধারা ৩ঃ লেখা সুচনা পোষ্টের সাথে উল্লেখিত শেষ তারিখ পর্যন্ত জমা দেয়া যাবে।
শেষ তারিখের পর, গল্পজকি কমিটি সেখান থেকে একটি লেখা নির্বাচন করবেন।
ধারা ৪ঃ প্রকাশিত সুচনা লেখাটি এবং নবনির্বাচিত লেখাটি একত্রে আর একটি নতুন পোষ্ট প্রকাশিত হবে।
ধারা ৫ ঃ সেই নতুন পোষ্টের গল্প যেখানে শেষ হবে, সেখান থেকে আবার আপনি লিখবেন আগের নিয়মে। আবারো লেখা জমা দেয়ার শেষ তারিখের পর আবারো নব নির্বাচিত লেখাসহ পুরো গল্পটি নতুন করে আবার পোষ্ট করা হবে। এভাবে ৪ টি পোষ্টে পুরো গল্পটি শেষ হবে।
ধারা ৬ ঃ নির্বাচিত লেখকের নাম, পোষ্টে তার লেখার সাথে প্রকাশিত হবে। অংশগ্রহণকারী লেখকের নাম নীচে আলাদা করে প্রকাশিত হবে।
ধারা ৭ঃ ইউনিকোড বাংলা ফন্ট ছাড়া কোনো লেখাই গ্রহণযোগ্য হবে না।
ধারা ৮ ঃ লেখার লেখকই সেই লেখাটুকুর স্বত্বাধিকারী থাকবে।
ধারা ৯ ঃ অংশগ্রহণকারী সকলেই উপোরোক্ত ধারাসমুহ মেনে নিয়েছে বলে বিবেচিত হবে।
ধারা ১০ ঃ যেকোনো বিষয়ে গল্পজকীর সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
ধারা ১১ ঃ গল্পজকী যেকোনো ধারার পরিমার্জন, পরিবর্ধণ কিংবা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
তো বন্ধুরা! প্রস্তুত হোন গল্পজকীর সাথে গল্প জমানোর জন্যে। শিঘ্যই আসছি আপনাদের সামনে আমি গল্পজকী, জিযে ঝিমঝিম, গল্পের বস্তা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনের সাথে চুটিয়ে গল্প করুন।
আপনার গল্প শুভ হোক এই কামনায় আমি জিযে ঝিমঝিম বিদায় নিচ্ছি আজকের মত। ভাল থাকা হয় যেন !!
** আপনার যেকোনো প্রকার গঠণমুলক প্রশ্ন, মতামত, পরামর্শ কিংবা প্রশংশা আমাদের জন্যে প্রেরণা। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের আগেই সুচনা লেখাটি পোষ্ট করার একান্ত ইচ্ছা নিয়ে গল্পজকী টিম নিরলস কাজ করে চলেছে। আপনার মন্তব্য আমাদের ভুলত্রুটিগুলো সংশোধণ করে একটি সুন্দর বহু লেখকের আধুনিক মহাকাব্য লেখার নিমিত্তে আমাদের ছোট ছোট লেখকের ছোট ছোট লেখার একটি সুন্দর প্লাটফরম হতে পারে। আপনার সহযোগীতা আমাদের একান্ত কাম্য।
আপনার গঠণমুলক মন্তব্যের আশায় পুরো গল্পজকী টিম। ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।