পাপী ব্যাক এগেইন !!! http://saifimam.wordpress.com
পোস্ট আপডেট: কিউবি এখন মডেম কে হোস্টলেস করে দিচ্ছে বিনামূল্যে। কিউবি কাস্টোমার কেয়ারে যোগাযোগ করুন!
লিনাক্স/উবুন্টু/ফেডোরা/মিন্ট ব্যবহারের এখন প্রথম যে সমস্যা সেটা হচ্ছে ওয়াইম্যাক্স মডেম কানেক্ট করা নিয়ে। বাংলাবিলাইর মডেম অনেক কষ্ট করে কানেক্ট করতে পারলেও কিউবির ক্ষেত্রে গিগাসেট ই ছিলো ভরসা। অনেকেই আবার দেখলাম ভিএম দিয়ে কি যেনো করেছে। চেষ্টার কোন ত্রুটি ছিলো না।
যাই হোক, এখন মডেম চলছে পুরো প্লাগ এন্ড প্লে! গিগাসেট এর মতো। কোন কার্নেল কিংবা লিনাক্স এর ডিস্ট্রো নিয়ে চিন্তা করতে হচ্ছে না।
পুরো প্রসেসটা বেসিক্যালি গ্রীনপ্যাকেটের হোস্টলেস ওয়াইম্যাক্স সলিউশনের একটা রূপ। গ্রীনপ্যাকেটের ওয়েবসাইট ঘাঁটতে গিয়ে একটা পিডিএফ পাই (ডাউনলোড করে পড়তে পারেন )। যার মূল বক্তব্য ছিলো-
ক।
ওয়্যারলেস ইউএসবি ডংগল আর্কিটেকচার।
খ। কানেকশন ইউটিলিটি কি এবং কিভাবে কাজ করে (কানেকশন ইউটিলি বেসিক্যালি কানেকশন ম্যানেজার সফটওয়্যারটা) এবং এই পদ্ধতির লিমিটেশন।
গ। RNDIS / USB CDC ড্রাইভার এবং Concept of Hostless ডিভাইস।
যেখানে বলা আছে, Remote NDIS কিভাবে slave USB interface কে LAN interface এ কনভার্ট করে।
ঘ। হোস্টলেস ডিভাইস কি এবং কিভাবে এটা কাজ করে। এবং হোস্টলেস এনভায়রনমেন্ট এর খুঁটিনাটি।
যাই হোক, মডেমটাকে হোস্টলেস এনভায়রনমেন্ট এ নিতে পেরেছি।
এখন মডেমটা চলছে যেকোন লিনাক্সে, যেকোন কার্নেলে। উবুন্টু/মিন্ট এর রিলিজ নিয়ে চিন্তা করতে হচ্ছে না।
পুরো প্রসেসটা আমি কিছু যুক্তিসঙ্গত কারণে লিখতে পারছি না। তাই যদি কেউ চান শাটল মডেম লিনাক্সে চালাবেন তাহলে আমাকে টুইটারে অথবা ফেসবুকে মেসেজ করতে পারেন। আমি বিনামূল্যে কনফিগার করে দিবো।
ইতোমধ্যে ২ জনেরটা (মেহেদী হাসান এবং আসিফ ) করে দিয়েছি।
নিচে একটা স্ক্রিনশট এর লিঙ্ক দিলাম-
http://twitpic.com/9l0ndx
আশা করি লিনাক্সে ওয়াইম্যাক্স এর মডেম কানেক্ট করা নিয়ে অনেকেরই কষ্ট দূর হবে। আর ইতোমধ্যে পিডিএফটা পড়ে যদি কেউ লিনাক্সে কানেক্ট করার কোন ব্যবস্থা করতে পারেন তাঁকে অগ্রিম সাধুবাদ জানাই।
"এই পোষ্টের মূল উদ্দেশ্য হচ্ছে হোস্টলেস Technology টা সম্পর্কে সবাইকে জানানো!"
লিনাক্সে আগ্রহীগন আমার এই লেখাটা পড়ে দেখতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।