আমাদের কথা খুঁজে নিন

   

প্রজাপতির অপ্রকাশিত সুখ !

জীবনের জন্যই এই সব কথামালা . . . একশো সাতটা লুকায়িত সুখ সাতটি বর্ণের দুটি ডানায় জমাট করে উড়াল দিয়েছিলো যে পাখি প্রজাপতি কি বিদগ্ধ প্রতীক্ষায়, কল্পিত সুখের উঁকিঝুঁকিতে হাজার রাত্রি নিদ্রাহীন কাটিয়েছিলো ভীষণ বাকি পৃথিবীর জানার কোন দরকার ছিলো না। প্রজাপতিটি জেনেছিলো, কোন এক রহস্যমানবী তার কোমল স্পর্শে উন্মোচিত করবে সুখের ফল্গুধারা; আর হাজার অপেক্ষার সুখে ভেসে সে আকাশ ছুঁবে নিরন্তর! অথচ গল্পটার সমাপ্তি রেখাই দেখা গেল শুধু - রহস্য মানবীর খেয়ালী উড়নার বাতাসে লুকায়িত সুখ চোখ মেলার আগেই, খন্ডিত দুটি ডানা দখিন উত্তর দু পাশের বাতাসের হাতে প্রলেপ হয়ে সাতটি রঙের ঝিলিক হলো মানবীর চোখে মুখে ; আর রহস্যময়ী হাসির বর্ণনা ছেপে দিলো সুখ সাময়িকী প্রজাপতিটির লুকায়িত সুখের কারো দরকার ছিলো না। * সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ছবিটি তোলা।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।