দুটি প্রজাপতি একে অপরের প্রেমে পরল, তারা জানাল একে অপরকে, অতঃপর তারা চুটিয়ে প্রেম করতে লাগল, এক দিন তারা লুকোচুরি খেলছিল, তখন
ছেলে প্রজাপতি বললঃ এসো, আমরা নিজেদের মধ্যে একটি খেলা খেলি।
মেয়ে প্রজাপতি বললঃ ঠিক আছে।
ছেলে প্রজাপতিঃ আগামিকাল যে প্রথম ফুলের মধ্যে বসতে পারবে তাহলে প্রমান হবে সে অপরকে বেশি ভালোবাসে। রাজি?
মেয়ে প্রজাপতিঃ রাজি।
পরদিন সকালে ছেলে প্রজাপতি অপেক্ষা করতে লাগল ফুল ফোঁটার জন্য, যাতে সে মেয়ে প্রজাপতির আগে বসতে পারে।
কারন সে মেয়ে প্রজাপতি কে অনেক অনেক বেশি ভালোবাসে।
অবশেষে ফুল ফুটল। কিন্তু একি ..............................
ফুলের মাঝে মেয়ে প্রজাপতি শুয়ে। সে মারা গেছে। আগে বসার জন্য সে কোন ঝুঁকি নিতে চায়নি।
সে রাতেই ফুল বন্ধ হওয়ার সময় ফুলের মাঝে বসে ছিল সারা রাত। যাতে সকালে সবার আগে সে তাকে দেখতে পায়।
নিজের জীবনের তোয়াক্কা না করে সে প্রমান করে গেল ছেলে প্রজাপতিকে বেশি ভালোবাসে
বিঃ দ্রঃ একটি ইংরেজি গল্পের অনুবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।