কেবল একটি প্রজাপতির জন্যে আমি হন্যে হয়ে ছুটে বেড়িয়েছি পথের ধূলো মেখে চোখে মুখে অশ্বমেধের ঘোড়ার মতো কতো রাজ্যপাট পেরিয়ে এলাম সবচেয়ে সুন্দর সেই প্রজাপতি আজও কোথাও খুঁজে পেলাম না তাকে একটিমাত্র প্রজাপতির জন্যে চার দেয়ালের মায়া ছেড়ে সেই কবে পাহাড় ডিঙিয়ে সমুদ্র সাঁতরে দিগন্ত মাড়িয়ে এলাম সেখানে হাজার ফুলের সমাহারও ধরে রাখতে পারেনি সুন্দরতম সেই সুবর্ণডানা প্রজাপতি উদ্যানের দারোয়ান মেঘ মেঘ মুখে জানিয়ে দিলো 'নেই' এদিক থেকে ওদিক এপার থেকে ওপার কতো পারাপার- ফোস্কা পড়া পায়ের তালু উস্কানি দেয় ক্ষ্যান্ত দেবার, নৈরাশ্যের তীব্র আঘাতে ছিটকে গেছি কতোবার ক্যারামের গুটির মতো তবু বলেছি- ক্লান্তি, আমাকে ছোঁবে না খবরদার এখন আমি খুঁজতে খুঁজতে... হয়তো কারো হৃদয়ের অলিন্দে বন্দী ডানা ঝাপটায় লাজুক প্রজাপতি..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।