রাজধানীর দক্ষিণখান এলাকায় ইয়াবাসহ এক সেনা কর্মকর্তাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রমনা সার্কেলের পরিদর্শক রাজু আহমেদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখানের আকবর টাওয়ারের কাছ থেকে তাকে আটক করা হয়।
আটক বাসারুল আনাম আহমেদ (৩১) সেনাবাহিনীর মেডিকেল কোরের ক্যাপ্টেন।
পরিদর্শক রাজু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার কাছে একশ’ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় তার ব্যবহৃত প্রাইভেট কারটিও আটক করা হয়েছে।
তিনি বলেন, “বাসারুল নিজেকে সেনাবহিনীর ক্যাপ্টেন বলে দাবি করলেও তার কাছে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। তবে তার কাছে সেনাবহিনীর পোশাক পরা একটি ছবি পাওয়া যায়। ”
বিষয়টি সেনা কর্তৃপক্ষকে জানালে পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর তার পরিচয় নিশ্চিত করে বলে জানান পরিদর্শক রাজু আহমেদ।
দক্ষিণখান থানার ওসি লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় একটি মামলা হয়েছে। তবে ইয়াবাসহ আটক বাসারুল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে রয়েছে।
কপি বাই বিডিনিউজ২৪ডটকম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।