আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে নামছে ৮৭টি এসি বাস

আমি একজন ব্লগ ভক্ত মানুষ। আসন্ন রোজায় বিআরটিসির ৮৭টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস রাজধানীর রাস্তায় নামছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, বিআরটিসির বহরে ৮৮টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস আসার কথা ছিল। এর মধ্যে ৮৭টি এসেছে। এগুলো ঈদের আগেই সড়কে নামানো হবে।

এ বাসগুলো চলাচল শুরু করলে রাজধানীবাসীর গণপরিবহন সংকট ‘কিছুটা লাঘব’ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। নতুন ট্যাক্সিক্যাব আমদানির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দরপত্রে আটটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। পরীক্ষা-নিরীক্ষার পর চলতি মাসের মধ্যেই যোগ্য প্রতিষ্ঠানগুলোকে ছাড়পত্র দেয়া হবে। কতগুলো ট্যাক্সিক্যাব আমদানি করা হবে তা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও বেধে দেয়া শর্ত পালনের ওপর নির্ভর করবে বলে যোগাযোগমন্ত্রী জানান। ‘রমজান ও ঈদে দেশব্যাপী সড়ক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে চলমান সড়ক মেরামত কার্যক্রম, বর্ষা মৌসুমে জরুরি সংস্কার কাজ ও মন্ত্রণালয়ের প্রধান প্রধান প্রকল্পের অগ্রগতি পযালোচনা’ সভায় মন্ত্রী এসব বিষয়ে জানান।

তিনি বলেন, সড়কগুলোর অবস্থা আগের চেয়ে ভাল থাকলেও কিছু কিছু জায়গায় নিম্নমানের কাজের জন্য সমস্যা থেকেই যাচ্ছে। কিছু সড়কে সমস্যার জন্য প্রকৌশলীদের দায়ী করে তিনি বলেন, “এখানে খুব কম লোককেই বিশ্বাস করতে পারি। ” রাস্তার চিত্র এক রকম এবং বাস্তবতা অন্য রকম-বলেও মন্তব্য করেন যোগাযোগমন্ত্রী। রাস্তার উন্নতি যতোটা হওয়া উচিত ছিল ততোটা হয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “দেশের মানুষকে ঠকিয়ে পকেট ভারি করা ঠিক না। প্রকৌশলীরা কেন মিথ্যা কথা বলবেন।

শুধু টাকাটাই কি আপনাদের একমাত্র লক্ষ্য , কাজটা ভালোভাবে করবেন না, কেন আপনাদের লোভ- লালসা কমছে না? কিছু লোকের লোভ-লালসা সীমা ছাড়িয়ে গেছে। ” নিজে করো কাছ থেকে কোনো ধরনের পার্সেন্টেজ বা কমিশন নেন না জানিয়ে মন্ত্রী বলেন, “প্লিজ এ কয়টা মাস ভালভাবে কাজ করুন। ” প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলেও পরিস্থিতির তেমন উন্নতি হয় না বলে আক্ষেপ করেন কাদের। তিনি বলেন, বদলি করা হলেও কোনো কাজ হয় না, কারণ লোক ত একই থাকে। সব প্রকৌ্শলীই অনিয়মের সঙ্গে জড়িত নয় মন্তব্য করে যোগাযোগমন্ত্রী বলেন, “সবাই যদি নিম্নমানের কাজ করতো তাহলে পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হতো না।

অনেকে ভাল কাজ করলেও অনেকেই আবার করেন না। ” গুলিস্তান-যাত্রাবাড়ী নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “এটা আসলে সিটি কর্পোরেশনের প্রকল্প, যোগাযোগ মন্ত্রণালয়ের নয়। কিন্তু সবাই মনে করে এটা আমাদের। আর যেহেতু যানজটের বিষয় আছে, তাই এটা আমার জন্য মন্ত্রী হিসেবে বিব্রতকর। এ ব্যাপারে সিটি কর্পোরেশনকে একাধিকবার বলা হলেও তাদের নিদ্রা ভাঙছে না।

” এ সময় সড়ক বিভাগ সচিব এমএএন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.