www.facebook.com/hamzathefighter আজ সকাল সাড়ে ১১টায় রাজধানীর করাটিটোলায় রিকশাচালক বিপ্লব ওরফে বিটু(৩৫); পিতা মৃত মাদব অজ্ঞাতনামা দুইজন অস্ত্রধারীর গুলিতে আহত হয়। সে ঢাকায় গ্যান্ডারিয়া থানার বকশীবাজারে থাকে এবং তার পৈতৃক নিবাস বিক্রমপুরে।
আহত রিকশাচালককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।
আহত বিটু জানায়, সে প্রতিদিনের মত করাটিটোলা স্বামীবাগ রেললাইনের পশ্চিমে স্কুলের পূর্বে গ্যারেজ থেকে রিকশা নিয়ে যাবার সময় অপরিচিত দুইজন তাকে মোবাইল দিয়ে কথা বলতে বলে। সে কথা বলতে অস্বীকৃতি জানালে তারা অস্ত্র বের করে তার পিঠে দুইটি গুলি করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় বিটুকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি নেয়। কর্তব্যরত চিকিৎসকের বরাতে জানা যায়,আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে ৫ ব্যাগ রক্ত লাগবে।
আহতের মা দিপালী মাদবের সাথে কথা বলে জানা যায়,১৫-১৬ বছর আগে বিটু ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং এক মুসলমান মেয়েকে বিয়ে করে। পরিবারের সবাই মেনে নিলেও তার ছোট ছেলে মিঠু মাদবের সাথে কলহ বাধে।
ঘটনার দু'দিন আগেও অপরিচিত দুইজন বাড়িতে এসে শাসিয়ে যায়।
এ ব্যাপারে থানায় এখনো মামলা হয়নি। বিটুর স্ত্রী বৃষ্টি এলে সিদ্ধান্ত নেয় হবে।
উল্লেখ্য,বিটু ও বৃষ্টির নয় বছরের একটি ছেলে আছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।