আমাদের কথা খুঁজে নিন

   

আসেন বাহে, টাইম নাই!

আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন। অনেক দিন পরে লিখতে বসছি - আমার প্রোফাইলে দেখেন, বড় বড় কইরা লেখা, আমি এখন কর্পোরেট ভন্ডামিতে পুরাই বিজি। টাইম নাই। ব্লগে ঢুকি প্রতিদিন-ই, চেনা মুখ খুঁজে ফিরি, চেনা মান খুঁজতে খুঁজতে হতাশ হই! তবে ভূমিকম্প হইলে কিন্তু সবার আগে ব্লগেই ঢুকি, সত্যতা যাচাই করার লাইগা।

আসেন কিছু কইরা ফেলি, এখন কিছু একটা করতেই হবে, সব কিছু রসাতলে যাচ্ছে, এমনে চলে না। করতে হবে, কেউ করেনা, তবে কথা হইলো হালার আমি কি করি? উপদেশ মারাই, কিবোর্ডের চাবি টিপা টিপা ঢিলা কইরা ফেলি, চায়ের আড্ডায় গুপ্তকেশ ছিড়ে তুলকালাম কান্ড ঘটাই - তয় এই ফাকে চা টা যে মাগার ঠান্ডা হইয়া যাইতেছে সেই দিকে কারো খেয়াল নাই। আমার সোনার ময়না পাখি - আমিও তোরে কিছু উপদেশ মারাইতে আসছি, কান খুইলা শোন। চক্ষু খুইলা দেখ - আমি কি-বোর্ডের চাবি ঢিলা করা শুরু করছি। আগেও যেমনে কইতাম, এখনো বলি, আমি বিশ্বাস করি, আমি ভরসা করি মানুষের উত্থানে, আমি জানি দেয়ালে পিঠ ঠেইকা গেলে আমাগো মতন কইরা কেউ-ই ঝাপায় পরতে পারেনা।

তয় সমস্যা হইলো যে, পিঠটা দেয়ালে ঠেকছে কিনা সেইটা বুঝতে এখন অনেক টাইম লাগেরে ভাই। সেই কারণে আমি প্রস্তাব নিয়া আসছি আপনাগো সামনে, আসেন প্রত্যেকদিন ভোর বেলা ঘুম ভাঙ্গনের পর পিছন দিকে ঠেলা দিয়া দেখি, যদি ঠান্ডা ঠান্ডা লাগে, যদি শক্ত কিছুতে পিঠ বাড়ি খায়, সোজা হিসাব, দেয়ালে পিঠ ঠেকছে। এর পরের কামটা কিন্তু বহুত সোজা, একটা গাইতি নিয়া দেয়ালে ঘাই মারা, চেষ্টা কইরা দেখেন, কামটা খুব একটা কঠিন কিছু না। খালি একটু মেরুদন্ডটারে সাহস যোগানো। জীবনতো একটাই রে ভাই, মরতে মরতে বাইচা আর কয়দিন কন।

একটু গা ঝাড়া দিয়া উইঠা দাড়াইলেই দেখবেন আর কিছু কঠিন মনে হইব না। বিশ্বাস না হইলে ট্রাই মারেন। ফেসবুক - ব্লগ সবজায়গাতেই খালি দেখি এ ওর পিছে, সে বাশ নিয়া আরেকজনরে গুতানোর পায়তারা করতেছে। এমনে কইরা আর কয়দিন! নদীর ঢেউরে না হয় বাধ দিয়া আটকে ফেলতে পারবেন, মাগার সময় কিন্তু ফুস কইরা উড়াল দিব। ধর্ম পালন করেন, ইচ্ছা মতন করেন, ঘরের মধ্যে, মসজিদে, মন্দিরে; - বিশ্বাস নাই? ওকে, কেউ জানতে চাইলে জানান, নাইলে ভেতরেই রাখেন রে ভাই - এখন বিশ্বাস বিলি করনের টাইম নাই।

বর্গাদারেরা পুরা খেতের ফসল তুইলা নিয়া যাইতেছে ভাইয়েরা - মঙ্গা আইবো সামনে। ফেসবুকের স্ট্যাটাসে লাইক গুনোনের সময় নাই, এখন সময় সরকীতে সান দেয়ার, বল্লমটারে খাটের তল থিকা বাইর করনের। বল্লমের ফলায় যখন রোদ্দুরের ঝিকিমিকি দেখবেন, ফলায় ফলায় ঘসা লাইগা যখন আগুনের ফুলকি উঠবে, আমার পূর্ব জন্মের কছম কাইটা কই, কান খুইলা শুনেন, বুকের মধ্যে অন্যরকমের শব্দ শুনবেন, শরীরের ভিতর শিরায় শিরায় দেখবেন রক্তের তান্ডব লীলা! আসেন বাহে, টাইম নাই! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.