আমাদের কথা খুঁজে নিন

   

আসেন ভাই আসেন ,কিছু জোকস পড়ে যান

আজকের ভোরে সূর্যদয় দেখেছি, আগামীকাল আরেকটি সূর্যদয় দেখার আশায়। দীর্ঘদিন পর অবশেষে জেনারেল হলাম। সেই খুশিতে কিছু জুকস। বি.দ্র. :আমি নিজে জোক্‌স বানাতে পারি না ,তাই কালেক্টেড জোক্‌স। কমন পড়লে আমি দায়ী না।

১. রহিম সাহেব অফিস থেকে ফেরার পথে ছিনতাইকারীর খপ্পরে পড়লেন। বিস্তর ধস্তাধস্তির পর ছিনতাইকারীরা রহিম সাহেবের মানিব্যাগটা কেড়ে নিল। ছিনতাইকারী: এই ব্যাটা, তোর মানিব্যাগে তো মাত্র দুই টাকা! এই দুই টাকার জন্য এতক্ষণ ঝামেলা করলি? ব্যাটা কঞ্জুস! রহিম সাহেব: না না! আমি আসলে ভয়ে ভয়ে ছিলাম, না জানি তোমরা আমার জুতার ভেতর লুকানো দুই হাজার টাকাও কেড়ে নাও! ২. বিবাহে প্রবল অনিচ্ছুক এক লোককে বলা হলো: সারাটা জীবন একা একাই কাটাবে? ভেবে দ্যাখো, তুমি যখন মরণশয্যায়, তখন তোমার মুখে পানি দেওয়ার মতো কেউ থাকবে না। কোনো প্রতিযুক্তি দেখাতে না পেরে বিয়ে করতে রাজি হয়ে গেল লোকটা। অনেক বছর পরের কথা।

দীর্ঘ সংসারজীবন যাপনের পর লোকটি বৃদ্ধ অবস্থায় শুয়ে আছে মৃত্যুর অপেক্ষায়। তাকে ঘিরে আছে তার স্ত্রী, পুত্র-কন্যা। শুয়ে শুয়ে সে ভাবছে: কেন যে বিয়ে করেছিলাম! পানি খেতে ইচ্ছে করছে না তো! ৩. ব্যাটসম্যান ছক্কা পেটাবার পর বলটা দর্শকদের ভিতরে গিয়ে পড়েছিল। একজন ফিল্ডার আস্তে আস্তে দৌড়ে গেল সেদিকে। বলটা ফেরত চাইল।

কিন্তু বলটা কিছুতেই খুঁজে পাওয়া গেল না। দর্শকদের ভেতর বসে ছিল এক কমবয়েসী ছোকরা। সে খুব নিরীহ মুখে জানাল, আমার মনে হয়, বলটা বোধহয় এদিকে পড়ে নি। তবে আমি বাড়ি থেকে একটা বল নিয়ে এসেছি, আপনার খুব প্রয়োজন হলে একশ টাকা দিয়ে সেটা কিনতে পারেন। নেবেন? ৪. এক অশিক্ষিত ভদ্রলোক এক শিক্ষিত ভদ্রলোকের একটা উপকার করে দিল।

শিক্ষিত ভদ্রলোক বলল- Thank you ! অশিক্ষিত ভদ্রলোকটা এই Thank you শব্দের অর্থ বুঝেনি। শিক্ষিত ভদ্রলোকটা Thank you দিয়ে চলে যাওয়ার কিছুক্ষন পর- ঐ অশিক্ষিত ভদ্রলোকটা শিক্ষিত ভদ্রলোকটাকে পিছন থেকে বলতে লাগলো- "ব্যাটা, তুমি আমাকে যে Thank you বলছো- ভাল বললে তো বলছো- আর যদি ভাল না বলো- তোমার চৌদ্দ গোষ্টীরে Thank you ৫. বল্টুর ইংরেজী কেউ যদি বারে মদ না খেয়ে গাড়িতে খায় সেটার ইংরেজী কি হবে? কারবার। আগামী কাল ইংরেজী টুমরো হলে পরশু ইংরেজী কি হবে? ...টু আবার মরো। হাতিটি বসিল,বসিলতো বসিল এমন ভাবে বসিল,বসিয়াই রহিল ইংরেজী কি হবে? অন এলিফান্ট স্যাট,স্যাট এন্ড স্যাট,সাচ এ স্যাট,স্যাটা স্যাট। ৬. মেয়ের স্ট্যাটাস ““ কমেন্টঃ ১. ওহ কি হইছে!! ২. সব কিছু ঠিক তো!! আমি কি কল দিব? ৩. হেই মন খারাপ করোনা!! বলনাকি হইছে?? ৪.সব ঠিক হয়ে যাবে নো টেনশন!! ৫.তোমার মন খারাপ দেখলে আমার ও ভালো লাগে না!! ৬. ওগো দুঃখ কুমারী কিসের এত দুঃখ তোমার!! ছেলের স্ট্যাটাস ““ কমেন্টঃ ১. সারা জীবন কানতেই থাক গাধা!! ২. কি হইছে শালা!! ৩. শালা এত ঢং শিখলি ক্যামনে?? ৪. যা ভাব বাদ দিয়া দূরে যাইয়া মর!! ৫. ওরে হারামি কই থাইকা মাইর খাইয়া আইছস যে কান্নাকাটি শুরু করছস!! ৬. ছেক খাইয়া গেলা নাকি মামু?? হেহে!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.